ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে আহত আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

প্রকাশিত: ১১:৫২, ৭ এপ্রিল ২০১৯

 ফরিদপুরে আহত  আওয়ামী লীগ  কর্মীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৬ এপ্রিল ॥ নগরকান্দায় হাতুড়িপেটায় আহত আওয়ামী লীগ কর্মী সোবহান মাতুব্বর (৫২) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোবহানের চাচাত ভাই শাহাবুদ্দিন মাতুব্বর। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। সোবহান মাতুব্বর নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের মৃত অছেল মাতুব্বরের ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগের কর্মী। স্থানীয়রা জানায়, উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শাহাবুদ্দিন মাতুব্বর গ্রুপের সঙ্গে বাবুল মোল্যা গ্রুপের বিরোধ চলে আসছিল। দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে ২৫ মার্চ বিকেলে তালমা বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহাবুদ্দিনের সমর্থক সোবহান মাতুব্বরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে বাবুল মোল্যার সমর্থকরা। আহত অবস্থায় সোবহানকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে, পরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। ১২ দিন পর শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সোবহান মারা যান।
×