ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দারিদ্র্য মোকাবেলায় একসঙ্গে কাজ করতে হবে ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১১:৫২, ৭ এপ্রিল ২০১৯

 দারিদ্র্য মোকাবেলায়  একসঙ্গে কাজ  করতে হবে ॥ শিক্ষামন্ত্রী

শাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভারত-বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ২৩ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, দারিদ্র্য-মোকাবেলায় দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। এই দুই দেশের, দুই অঞ্চলের মানুষের সমস্যা প্রায় এক। তা হলো দারিদ্র্য। এই দারিদ্র্যকে জয় করতে হলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল সাড়ে নয়টায় এই আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাঃ দীপু মনি। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা প্রশাসনিক কার্যক্রমের তথ্য বিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষায় নতুন দ্বার উন্মোচিত করতে দুই দেশের অঞ্চল পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে প্রথমবারের মতো এমন আয়োজন করা হয়। ‘ইন্টারন্যাশনাল কনভেনশন অব ভাইস চ্যান্সেলর’ শিরোনামের এই সম্মেলনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ১৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একজন আচার্য এবং বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেটের ৮ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশগ্রহণ করছেন। দীপু মনি বলেন, আমাদের দুই দেশের লক্ষ্য এক। এই অঞ্চলের মানুষের স্বপ্ন, আশা, আকাক্সক্ষা এক। তাই যাত্রাও একইসঙ্গে হবে। সেই জন্য প্রয়োজন কো-অপারেশন, কো-অর্ডিনেশন, কোলাবরেশন। এক্ষেত্রে শাবিপ্রবির এই মহতী উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে। শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মৃদুল হাজারিকা, মেঘালয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের আচার্য মাহবুবুল হক। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আবদুল মান্নানের সভাপতিত্বে সকল উপাচার্যদের নিয়ে মূল আলোচনা অনুষ্ঠান ‘দি কনভেনশন’ পর্ব শুরু হবে। সেই অনুষ্ঠানে উপাচার্যরা তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা প্রশাসনিক কার্যক্রমের তথ্য বিনিময় করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এমন উদ্যোগের মাধ্যমে শিক্ষা-গবেষণায় দুই দেশের মধ্যে আরও সহযোগিতার সম্পর্ক তৈরি হবে।
×