ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গৃহবধূ ও শ্রমিকসহ ৮ খুন

প্রকাশিত: ১১:৪৬, ৭ এপ্রিল ২০১৯

 গৃহবধূ ও শ্রমিকসহ  ৮ খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ খুলনায় পুলিশের স্ত্রী, শেরপুরে চটপটি বিক্রেতা, ভালুকায় নারী শ্রমিক, কিশোরগঞ্জে ভাতিজার হাতে চাচা, সিলেটে হিজড়া, পাবনায় এক ব্যক্তি খুন হয়েছেন। মুন্সীগঞ্জ ও ফরিদপুরে দুই অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। খুলনা খুলনায় আর্মড পুলিশের নায়েক মাহমুদ আলমের বিরুদ্ধে তার স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুর ২টার দিকে স্ত্রী জোয়ানা আকতার উষাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই উষা মারা গেছেন। এ ঘটনায় মাহমুদ আলমকে আটক করেছে নগরীর খানজাহান আলী থানা পুলিশ। পুলিশ জানায়, খানজাহান আলী থানাধীন বাদামতলা এলাকার মনিরুল ইসলামের ভাড়া বাসায় থাকতেন আর্মড পুলিশের নায়েক মাহমুদ ও তার স্ত্রী। শুক্রবার রাতে রান্না করা খাবার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে মারধর করেন মাহমুদ। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঘরেই ফেলে রেখে তিনি শনিবার ভোরে দরজা বন্ধ করে চলে যান। শনিবার দুপুরে প্রতিবেশীরা সংজ্ঞাহীন অবস্থায় উষাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শেরপুর শাহ আলম (৫০) নামে এক চটপটি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে অপর এক চটপটি বিক্রেতা। শুক্রবার রাতে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত শাহ আলম শহরের চাপাতলি এলাকার অহেজ উদ্দিনের ছেলে। এদিকে স্থানীয় লোকজন ওই ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম ওরফে সাইদুলকে (৩০) ঘটনার পরপরই আটক করে পুলিশে সোপর্দ করেছে। সাইফুল শহরের খরমপুর ঋষিপাড়া মহল্লার আলাল উদ্দিনের ছেলে। শনিবার দুপুরে জেলা সদর হাসপাতালে নিহত শাহ আলমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। জানা যায়, ভ্রাম্যমাণ চটপটি বিক্রেতা শাহ আলম প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যার পরে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় চটপটি বিক্রি করছিল। রাত সাড়ে ৮টার দিকে চটপটির মরিচ কেনার জন্য বাসটার্মিনাল সংলগ্ন কাঁচাবাজারে গেলে আরেক চটপটি বিক্রেতা সাইফুল ইসলাম পেছন থেকে মাছ কাটা দা দিয়ে শাহ আলমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় বাজারের লোকজন সাইফুলকে আটক করে পুলিশে দেয়। ভালুকা, ময়মনসিংহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার জামিদিয়া সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) ফ্যাক্টরির সামনে শনিবার ভোর ছয়টার দিকে এক নারী শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। জানা যায়, ঘটনার সময় জামিদিয়া রিদিশা স্পিনিং মিলের শ্রমিক তানিয়া আক্তার (১৭) রাতের ডিউটি শেষে বাসায় ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চন্দ্রপাড়া গ্রামের জনাব আলীর ছেলে শাহিদ (১৯) তার পথরোধ করে গলায় ছুরি মেরে হত্যা করে। এ সময় তানিয়ার সঙ্গে থাকা অন্য শ্রমিকদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ঘাতক শাহিদকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ এই নারী শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করে এবং ঘাতককে আটক করে থানায় নিয়ে আসে। নিহত তানিয়া আক্তার ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রামভদ্রপুর গ্রামের হোসেন আলীর মেয়ে। সে আমতলি এলাকায় জনৈক জহুরার বাসায় ভাড়া থেকে রিদিশা মিলে কাজ করত । কিশোরগঞ্জ কিশোরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা হাবিবুর রহমান (৬৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘাতক ভাতিজা শামীমকে (৩০) আটক করে। শুক্রবার রাতে শহরের মনিপুরঘাটে এই হত্যাকান্ড সংঘটিত হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আগের একটি হত্যা মামলা নিয়ে সদর উপজেলার যশোদল ব্রাহ্মণকান্দি গ্রামের দুলাল মিয়ার ছেলে শামীমের সঙ্গে তার চাচা একই গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে হাবিবুর রহমানের বিরোধ ছিল। এর জেরে শুক্রবার রাতে শহরের মনিপুরঘাটে একটি চায়ের স্টলে হাবিবুর রহমান চাপানের সময় শামীম ধারালো ছুরি নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় শামীমের উপর্যুপরি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক শামীমকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এর আগে ঘাতক শামীম ২০১৭ সালের ১৩ জুলাই কয়েকজনকে সঙ্গে নিয়ে তার বড় ভাই হযরত আলীর স্ত্রী রওশন আরাকে (২৪) কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। সিলেট শহরতলীর লাক্কাতুড়া এলাকার একটি ছড়া থেকে এক হিজড়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টায় স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে সিলেট পুলিশকে খবর দেয়। লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ। নিহত হিজড়ার নাম কবীর হোসেন ববিতা (৩২)। পাবনা আতাইকুলা থানার তেলিগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবদুস সামাদ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। পুলিশ জানায়, তেলিগ্রামের ভেরপাড়ায় আবদুস সামাদের সঙ্গে পার্শ্ববর্তী আবদুর রাজ্জাকের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায় আবদুস সামাদকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। মুন্সীগঞ্জ সদর উপজেলার সীমানাধীন শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক পুরুষের (৪৫) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় শাহ সিমেন্ট ফ্যাক্টরির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফরিদপুর আলফাডাঙ্গায় আনুমনিক ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৪টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার নাওরা মিঠাপুর এলাকার পাকা রাস্তার দক্ষিণ পাশে ইরি ক্ষেত থেকে গলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। গ্রামের লোকজন ওই ক্ষেতে ধান কাটতে গিয়ে লাশটি দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেয়।
×