ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পটিয়ায় শ্রমিকদের মারধর ॥ পুলিশের গাড়ি ভাংচুর

প্রকাশিত: ১১:৪৫, ৭ এপ্রিল ২০১৯

পটিয়ায় শ্রমিকদের  মারধর ॥ পুলিশের  গাড়ি ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৬ এপ্রিল ॥ পটিয়ায় থানা পুলিশের গাড়ি ভাংচুর করেছে এক ছাত্রলীগ নেতা। তার নাম তারেক মুরাদ (২৯)। সে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের হারুনুর রশিদের ছেলে। শনিবার দুপুরে উপজেলার চরকানাই উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ঠিকাদার থেকে চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করেন। ওই সময় পুলিশ ঘটনাস্থলে গেলে অতর্কিতভাবে ছাত্রলীগ নেতা তারেক পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের গাড়ি ভাংচুর করে। এতে আহত হয়েছেন কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম ও কনস্টেবল আবদুল খায়ের। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩/৪ রাউন্ড ফাঁকা গুলি ও ছাত্রলীগ নেতা তারেককে গ্রেফতার করে। এদিকে, ঘটনার সময় অবরুদ্ধ হয়ে পড়েন স্কুলের শিক্ষকসহ প্রায় ২১শ’ ছাত্র-ছাত্রী রয়েছে। ঘটনার পর পরই স্কুল ছুটি দেয়া হয়। জানা গেছে, উপজেলার চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক নতুন ভবন নির্মাণের জন্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ হয়। টেন্ডারের মাধ্যমে কাজটি পেয়েছেন ঠিকাদার মোহাম্মদ খোরশেদ। প্রথম দিন শুক্রবার সকালে নির্মাণ কাজের উদ্বোধন করতে গেলে এলাকার কিছু যুবক খেলার মাঠে স্কুল ভবন নির্মাণ করা যাবে না বলে এবং শ্রমিকদের মারধর করা হয়। ছাত্রলীগ নেতা তারেকের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে কিছু যুবক এক পর্যায়ে শনিবার সকাল থেকে আন্দোলন শুরু করে। খবর পেয়ে কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে ছাত্রলীগ নেতা তারেক পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও পুলিশের গাড়ি ভাংচুর করে। এসময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স. ম. ইস্কান্দর জানিয়েছেন, তারেক ছাত্রলীগের নাম ব্যবহার করে ঠিকাদার থেকে চাঁদা দাবি করেছে। তাকে চাঁদা না দেয়ায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনের নামে স্কুলে নৈরাজ্য সৃষ্টি করছে। আতঙ্কে স্কুলের ছাত্র-ছাত্রীদের ছুটি দেয়া হয়েছে।
×