ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যৌতুকের জন্য স্ত্রীকে আটকে রেখে নির্যাতন

প্রকাশিত: ১১:৪৫, ৭ এপ্রিল ২০১৯

 যৌতুকের জন্য স্ত্রীকে আটকে রেখে  নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৬ এপ্রিল ॥ মাদক সেবনে বাধা ও মাদক কেনার টাকা না দেয়ায় স্ত্রীকে ঘরে আটকে রেখে নির্যাতন করেছে তার মাদকাসক্ত স্বামী। শুক্রবার রাতে কাঞ্চন এলাকায় ঘটে এ ঘটনা। গৃহবধূর পিতা রফিজউদ্দিন জানান, বিগত ১৮ বছর আগে কাঞ্চন এলাকার সাইজদ্দিনের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে তার মেয়ে আরমিন সুলতানার বিয়ে হয়। অনন্যা ইসলাম রিয়া, রিতি ও তন্ময় নামে তাদের তিন সন্তান রয়েছে। রফিকুল ইসলাম বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। প্রায়ই মাদক সেবন করে তার স্ত্রীকে নির্যাতন করে এবং এক লাখ টাকা দাবি করে। শুক্রবার রাতে ফের এক লাখ টাকার জন্য তার স্ত্রীকে চাপ প্রয়োগ করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ঘরে আটকে রেখে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় রফিজউদ্দিন রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
×