ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিন্ডিকেট সভায় ইবির ছয় শিক্ষকের শাস্তি

প্রকাশিত: ১১:৪৩, ৭ এপ্রিল ২০১৯

 সিন্ডিকেট সভায়  ইবির ছয় শিক্ষকের  শাস্তি

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরিচ্যুতসহ ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এদের মধ্যে এক শিক্ষককে চাকরিচ্যুত, ১ জনকে বাধ্যতামূলক অবসর, দুইজনের পদ অবনতি এবং এক শিক্ষক বিশেষ ক্ষেত্রে বিভাগের কোর্সের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ। জানা যায়, শুক্রবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভিসি বাস ভবনে বিশ্ববিদ্যালয়ের ২৪৪তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেকুজ্জামনকে ছুটি ব্যতীত দীর্ঘদিন কানাডায় অবস্থান করায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অন্যদিকে একই অপরাধে আইন বিভাগের অধ্যাপক ড. গাজী ওমর ফারুককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এদিকে নিয়োগ বাণিজ্যের কথোপকথনের সঙ্গে জড়িত থাকার অপরাধে ইংরেজী বিভাগের শিক্ষক ড. শাহাদত হোসেন আজাদকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক এবং বাংলা বিভাগের শিক্ষক ড. বাকী বিল্লাহ বিকুলকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে পদ অবনতি দেয়া হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকারের বিরুদ্ধে বিভাগের এক ছাত্রীকে মানসিক চাপ ও হুমকি দেয়ার অভিযোগে ওই শিক্ষককে বিশেষ ক্ষেত্রে বিভাগের কোর্সের সঙ্গে জড়িত থাকতে পারবেন না বলে সিদ্ধান্ত নেয়া হয়। এক্ষেত্রে সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার ওই ছাত্রীর কোন কোর্সের সঙ্গে জড়িত থাকতে পারবেন না বলে সিন্ডিকেটে সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘সিন্ডিকেট দীর্ঘ পর্যালোচনা এবং বিচার বিশ্লেষণ করে অপরাধের মাত্রা অনুযায়ী তাদের শাস্তি দিয়েছে।
×