ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ১১:৪৩, ৭ এপ্রিল ২০১৯

 পঞ্চগড়ে ইউপি   চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের  অভিযোগ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ দেবীগঞ্জের শালডাংগা ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী মাসুমের বিরুদ্ধে ওই পরিষদের ৮ ইউপি সদস্য ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শনিবার দুপুরে পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়কের কালীবাড়ি বাজারে এই মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় ইউপি সদস্য ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ফরিদুল ইসলাম রুবেল, মোঃ আব্দুল জলিল, অষ্টমমহন রায়, সন্তোষ কুমার রায়, অবিনাশ চন্দ্র রায়, মহেষ চন্দ্র পাল, নুর বক্কর দুলাল মোঃ রবিউল ইসলামসহ প্রমুখ। ইউপি সদস্যরা বলেন, শালডাংগা ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী মাসুম গত ২০১৭-১৮ অর্থবছরের ভিজিএফের ২০৫ জনের কার্ডধারীদের ৪ মাসের ৪ কিস্তির প্রায় ২৫ টন চাল যার মূল্য প্রায় ৮ লাখ টাকা না দিয়ে সব চাল আত্মসাত করে । এছাড়াও এলজিএসপির বনায়ন প্রকল্পের বৃক্ষ রোপণ কর্মসূচী প্রকল্পের সভাপতি ইউপি সদস্য সাহিদা ইয়াসমিনের বরাদ্দকৃত ২ লাখ টাকা এবং হতদরিদ্র জনগণের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যান্ট্রিন সরবরাহ প্রকল্পের সভাপতি ইউপি সদস্য কালিমউদ্দীনের নামে বরাদ্দকৃত ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ও শালডাংগা ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী মাসুম গ্রাম আদালতের বিচার প্রার্থীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ, নিয়মিত পরিষদে না আসা এবং ইউপির নির্বাচিত সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন বলে জানান মানববন্ধনে ইউপি সদস্যরা।
×