ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাটোরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সেনাসদস্যের মৃত্যু

প্রকাশিত: ১১:৪২, ৭ এপ্রিল ২০১৯

 নাটোরে বিদ্যুতস্পৃষ্ট  হয়ে সেনাসদস্যের  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৬ এপ্রিল ॥ গুরুদাসপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার সকালে গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের দরিবামনগারা গ্রামে তার নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। আনোয়ার হোসেন সাভার সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য ও দরিবামনগারা গ্রামের আবুল হোসেনের ছেলে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবারে সাভার সেনানিবাস থেকে দুই দিনের ছুটিতে বাড়িতে আসেন সেনা সদস্য আনোয়ার হোসেন। শনিবার সকালে তার নিজ ঘরের বৈদ্যুতিক সুইচে হাত দিলে সে বিদ্যুতায়িত হয়। এসময় তার চিৎকারে পরিবারের অন্য সদস্য এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরিশালে শ্রমিক স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও দুই শ্রমিক। তাদের শুক্রবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। মৃত শ্রমিক ওয়াসকুরনী হোসেন (১৯) নওগাঁর খেলনা গোবড়াপাড়া গ্রামের শওকত হোসেনের পুত্র। আহতরা হলেন-একই গ্রামের বাসিন্দা মামুন হাওলাদার (২২) ও মোস্তাকিন রহমান (১৮)। তারা জেলার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামে টিউবওয়েল বসানোর কাজ করছিল। মুলাদী থানার ওসি জিয়াউল আহসান জানান, শুক্রবার দুপুরে ওই শ্রমিকরা একটি পাইপ ওপরে তুলতে গেলে তা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। এতে তিনজনই বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকরা শ্রমিক ওয়াসকুরনীকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
×