ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কয়রায় সাংবাদিকের ওপর হামলা ॥ গ্রেফতার ৭

প্রকাশিত: ১১:৪১, ৭ এপ্রিল ২০১৯

 কয়রায় সাংবাদিকের ওপর হামলা ॥ গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ কয়রা উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে শাহজাহান সিরাজ (৩৩) নামে একজন সাংবাদিক আহত হয়েছেন। তিনি দৈনিক খুলনাঞ্চল পত্রিকার কয়রা প্রতিনিধি ও স্থানীয় যুবলীগ নেতা। শুক্রবার রাত ৯টার দিকে কয়রা উপজেলা সদরের ছেদুর ব্রিজের কাছে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিককে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা নির্বাচনের বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় আহত শাহজাহান সিরাজের ভাই শহীদুল বিশ্বাস শনিবার বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে কয়রা থানায় মামলা দায়ের করেছেন। কয়রা থানা পুলিশ জানায়, এজাহারভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে শাহীন আলম, আসাদুল ইসলাম, আনিসুর রহমান, ইয়াকুব আলী মোড়ল, ওহিদ সরদার, আবু সাঈদ ঢালী ও মোঃ শহীদুল ইসলাম। উল্লেখ্য, গত ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে কয়রায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মহসীন রেজার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের বিদ্রোহী প্রার্থী সাবেক যুবলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকেই বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকরা নৌকা প্রতীকের প্রার্থী জিএম মহসীন রেজার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে। শুক্রবার রাত ৯টার দিকে মহসীন রেজার সমর্থক সাংবাদিক ও স্থানীয় যুবলীগ নেতা শাহজাহান সিরাজ উপজেলা সদর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছেদুর ব্রিজের কাছে পৌঁছলে আগে থেকে সেখানে অবস্থান নেয়া নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের ক্যাডার ধারালো অস্ত্র দিয়ে সিরাজকে কুপিয়ে জখম করে।
×