ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মৃত্যুর গুজবে মহাসড়কে ব্যারিকেড

প্রকাশিত: ১০:১১, ৭ এপ্রিল ২০১৯

 মৃত্যুর গুজবে মহাসড়কে  ব্যারিকেড

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৬ এপ্রিল ॥ চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের কর্ণফুলী উপজেলার এজে চৌধুরী উচ্চ বিদ্যালয় এলাকায় হিউম্যান হলার (লেগুনা) গাড়িচাপায় এক স্কুলছাত্রী মারা যাওয়ার গুজবে তিন ঘণ্টা রাস্তায় ব্যারিকেড দেয়া হয়েছে। আহত ছাত্রীর নাম নাজমা আকতার মুনি (১৪)। সে কর্ণফুলীর শিকলবাহা এলাকার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইব্রাহিমের কন্যা। শনিবার সকাল সাড়ে ৯টায় কলেজ বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরে স্কুলছাত্রী নাজমা মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তা ব্যারিকেড দিয়ে এ্যাম্বুলেন্স ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ওই সময় বেশ কিছু গাড়ি ভাংচুরও করা হয়। ছাত্রদের বিক্ষোভের কারণে দূরপাল্লার গাড়ি চলাচল দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকে। ফলে দূরপাল্লার গাড়ির যাত্রীরা হেঁটে গন্তব্যে যান। মানুষের দুর্ভোগের কথা ভেবে কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী বিক্ষোভকারী শিক্ষার্থীদের থামানোর চেষ্টা চালান এবং গাড়িচালককে গ্রেফতারের জন্য থানা পুলিশকে নির্দেশ দেন। তাছাড়া অবিলম্বে স্কুল এলাকায় স্পিডব্রেকার দেয়ারও প্রতিশ্রুতি দেন। জানা গেছে, কর্ণফুলীর কলেজ বাজারের রাস্তার পূর্ব পাশে এজে চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজ রয়েছে। শিক্ষার্থীরা প্রতিদিন রাস্তা পার হয়ে ক্লাসে যায়। শনিবার সকালে দ্রুতগতির চট্টগ্রামমুখী চার চাকার লেগুনা গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে নবম শ্রেণীর ছাত্রী নাজমা আকতার গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে নিয়ে যায়। তবে তার অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শী মোঃ তৈয়ব জানিয়েছেন, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন রাস্তা পার হয়ে ক্লাসে যায়। সাম্প্রতিক সময়ে রাস্তাটি সম্প্রসারণ হয়ে চার লেনে রূপ নিলে প্রতিটি গাড়ির গতি বেড়ে যায়। রাস্তাটি সংস্কারের সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে স্পিডব্রেকার দেয়ার দাবি জানালেও তা কার্যকর হয়নি। যার কারণে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। লেগুনা গাড়ি স্কুলছাত্রী নাজমাকে চাপা দিয়ে এক পর্যায়ে গাড়িটি রাস্তার ডিভাইডারে ওঠে পড়ে। এ জে চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্তি দাশ জানিয়েছেন, তাদের স্কুলের নবম শ্রেণীর ছাত্রী রাস্তা পারাপারের সময় দ্রুতগতির শহরমুখী একটি লেগুনা চাপা দিলে ছাত্রী গুরুতর আহত হয়। আহত ছাত্রী নাজমার অবস্থা আশঙ্কাজনক।
×