ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে গ্যালারি কায়ার শিল্প সফর

প্রকাশিত: ১০:১১, ৭ এপ্রিল ২০১৯

 হবিগঞ্জে গ্যালারি  কায়ার  শিল্প সফর

স্টাফ রিপোর্টার ॥ গ্যালারি কায়ার আয়োজনে হবিগঞ্জের প্যালেস রিসোর্টে অনুষ্ঠিত হলো দ্বিতীয় প্যালেস শিল্প সফর। ৪ এপ্রিল থেকে শুরু হওয়া তিন দিনের এ শিল্প সফরের শেষ দিন ছিল শনিবার। শিল্পীরা সবাই জল রঙে ছবি এঁকেছেন। এতে অংশ নেন শিল্পী হামিদুজ্জামান খান, চন্দ্র শেখর দে, জামাল আহমেদ, নগরবাসী বর্মণ, শাহানূর মামুন ও গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী। শিল্পী হামিদুজ্জামান খানের ক্যানভাসে উঠে আসে নদীর ছবি, সাগরের ছবি। এ বছর একুশে পদক পাওয়া শিল্পী জামাল আহমেদ আঁকলেন আদিবাসী রমণী, প্রকৃতি ও শান্তির প্রতীক পায়রার ছবি। তরুণ শিল্পী শাহানূর মামুন আঁকলেন গ্রীষ্মের রাঁধাচূড়া, বিড়াল কোলে নারী এবং নদী থেকে দেখা রাতের জীবন। সব কাজই জল রঙে। শিল্পী নগরবাসী বর্মণ চার কোল দিয়ে আঁকলেন নদী, নৌকা ও মাছ। শিল্পী চন্দ্র শেখর দে আঁকলেন তার ‘কাপল’ সিরিজের কয়েকটি ছবি। এই আর্ট ক্যাম্পের আয়োজক গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী বললেন, আর্ট ক্যাম্প করার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে শিল্পীরা সবাই একসঙ্গে মিলে কাজ করেন। একটা পারস্পরিক ভাবনার আদান-প্রদানের ক্ষেত্র তৈরি হয়। বরেণ্য শিল্পীদের সঙ্গে একসঙ্গে তরুণ শিল্পীরা কাজে বসলে এমনিতেই তরুণদের কাজের মান বেড়ে যায়। তাছাড়া, দৈনন্দিন জীবনের বাইরে এসে সারাদিন ছবি আঁকা আর ছবি নিয়ে আলোচনা আড্ডা চলে এ ধরনের শিল্প সফরে। এটাই এ ধরনের সফরের মূল আকর্ষণ।
×