ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কর্ণফুলী ও সীতাকুন্ডে সিলিন্ডার রিফিলিং কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ০৯:৪৬, ৭ এপ্রিল ২০১৯

 কর্ণফুলী ও সীতাকুন্ডে সিলিন্ডার রিফিলিং কার্যক্রম উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ বিদেশ থেকে এলপি গ্যাস আমদানি করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে পরিবর্তন হয়েছে। বর্তমানে দেশে যে গ্যাস উৎপাদন হচ্ছে সে গ্যাস দিয়ে চাহিদা পূরণ হচ্ছে না। যার কারণে বিদেশ থেকে তরল এলপি গ্যাস আমদানি করে দেশের শিল্পাঞ্চলসহ আবাসিক, অনাবাসিক সেক্টরে ব্যবহার করা হচ্ছে। স্বল্প খরচে গ্যাস প্রতিটি মানুষ ব্যবহার করতে পারছেন। শুক্রবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপোল এলাকায় জেএমআই ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড ও এসএল কর্ণফুলী এলপি গ্যাস লিমিটেডের যৌথ উদ্যোগে সিলিন্ডার রিফিলিং প্ল্যান্ট উদ্বোধনকালে জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক এই কথা বলেন। এসএল কর্ণফুলী গ্যাস লিমিটেডের চেয়ারম্যান আলহাজ আবদুস সবুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিলিন্ডার রিফিলিং প্ল্যান্ট উদ্বোধনে বিশেষ অতিথি ছিলেন, এসএল কর্ণফুলী গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আবদুল ওয়াদুদ, সোনার কটন মিলস্ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি আরও বলেন, গ্যাসের ব্যবহার মানুষের উপকারে আসে। কিন্তু এই গ্যাস মানুষকে ধ্বংসও করে দিতে পারে।
×