ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্ষুদে কণ্ঠশিল্পী অপূর্ব গুণ বিজয়ের সাফল্য

প্রকাশিত: ০৯:৪৩, ৭ এপ্রিল ২০১৯

 ক্ষুদে কণ্ঠশিল্পী অপূর্ব গুণ বিজয়ের সাফল্য

সংস্কৃতি ডেস্ক ॥ রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও গবেষক, সঙ্গীতগুরু শৈলজারঞ্জন মজুমদার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী মলয় কুমার গাঙ্গুলীর জন্মস্থান নেত্রকোনা। এই জেলার সম্ভাবনাময় একজন ক্ষুদে কণ্ঠশিল্পী অপূর্ব গুণ বিজয়। নেত্রকোনা জেলা শহরের ঐতিহ্যমন্ডিত বিদ্যালয় আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র অপূর্ব। প্রতিবছরের মতো সম্প্রতি বিদ্যালয়ে ‘বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৯’ হয়ে গেল। এ অনুষ্ঠানে সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে রবীন্দ্রসঙ্গীত বিষয়ে প্রথম স্থান অধিকার করে পুরস্কৃত হয়েছে অপুর্ব। পুরস্কারের পাশাপাশি সে তার প্রাণপ্রিয় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও সহপাঠীদের স্নেহ ও ভালবাসা অর্জন করেছে। প্রতিষ্ঠানের প্রায় সবাই অপুর্বকে সঙ্গীত সাধনার ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন। চার বছর বয়স থেকে হাঁটি হাঁটি পা পা করে সঙ্গীতকে অদ্যাবধি মনেপ্রাণে লালন করে এগিয়ে চলেছে অপূর্ব গুণ বিজয়। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে ইতোমধ্যে সে সকলের প্রাণে সঙ্গীতের মূর্ছনায় ভালবাসার জায়গা করে নিয়েছে। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, দেশাত্মবোধক ও আধুনিক গানে তার আছে সমান পারদর্শিতা। জেলা শহর নেত্রকোনায় বহুবার সঙ্গীতের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সফলতার সঙ্গে বিজয়ী হয়ে শ্রোতাদের মনে স্থান করে নিয়েছে। নিজের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন এই অর্জনে সে অনেক আনন্দিত ও অনুপ্রাণিত। সঙ্গীতে তার এই সাফল্য ভবিষ্যতে সঙ্গীত সাধনাকে আঁকড়ে ধরে আগামীর পথ চলার সুপ্ত বাসনা আরও দৃঢ় হয়েছে বলে মনে করে সে। তাই সে সঙ্গীতকে ভালবেসে, হৃদয়ে ও কণ্ঠে সঙ্গীতকে ধারণ করে বহুদূর এগিয়ে যেতে চায়। চায় কণ্ঠসাধনের একজন শুদ্ধ সঙ্গীত শিক্ষাগুরু। সঠিক সাধনা এবং গুরু দীক্ষা অর্জনের মাধ্যমে অপূর্ব গুণ বিজয় ভবিষ্যতে দেশের একজন বড় শিল্পী হতে চায়। এ জন্য সে সকলের আশীর্বাদ প্রার্থী। তার জন্য শুভ কামনা।
×