ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে চারদিনব্যাপী যাত্রা উৎসব

প্রকাশিত: ০৯:৪৩, ৭ এপ্রিল ২০১৯

 কিশোরগঞ্জে চারদিনব্যাপী যাত্রা উৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ ‘জঙ্গীবাদ, সন্ত্রাস, দুর্নীতি মাদকের বিরুদ্ধে চিৎকার’ এই প্রতিপাদ্য নিয়ে সম্প্রতি কিশোরগঞ্জ শহরে চারদিনব্যাপী বিশেষ যাত্রা প্রর্দশনীর আয়োজন করা হয়। বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত এই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সারোয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুনায়েম হোসেন রতন। পরিবেশিত পালা : ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত ও অমল চক্রবর্তী নির্দেশিত ‘মা-মাটি-মানুষ’। দ্বিতীয়দিনের প্রধান অতিথি ছিলেন বন্ধন সোসাইটির নির্বাহী পরিচালক এ.বি সিদ্দিক, সভাপতিত্ব করেন অধ্যাপক হুমায়ুন কবীর। এদিন রঞ্জন দেবনাথ রচিত ও মাখন দেবনাথ নির্দেশিত ‘সাত পাকে বাঁধা’ পালা মঞ্চায়িত হয়। তৃতীয়দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে, সভাপতিত্ব করেন মোতালেব হোসেন রাজা। এদিন জিতেন বসাক রচিত ও মোতালেব হোসেন নির্দেশিত ‘মুঘল-এ-আযম’ পালা মঞ্চায়িত হয়। সমাপনী সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া। সভাপতিত্ব করেন পারভেজ মোস্তফা কামাল। সমাপনী দিনে ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত ও অমল চক্রবর্তী নির্দেশিত ‘স্বর্গের পরের স্টেশন’ পালা পরিবেশিত হয়। সুষ্ঠু ও সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সমাপ্ত এই যাত্রা উৎসব কিশোরগঞ্জে বিপুলভাবে প্রশংসিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাহাঙ্গীর আলম জাহান, মোনায়েম হোসেন রতন ও হাবিবুর রহমান দুলাল। উৎসব উপলক্ষে একটি সুদৃশ্য স্মরণিকা প্রকাশিত হয়। সম্পাদনায় মাসুদুর রহমান।
×