ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সবচেয়ে দীর্ঘ গাছের খোঁজ

প্রকাশিত: ০৯:৩৬, ৭ এপ্রিল ২০১৯

 সবচেয়ে দীর্ঘ গাছের খোঁজ

মালয়েশিয়ায় বিশ্বের সবেচেয় বড় গ্রীষ্মম-লীয় গাছের খোঁজ মিলেছে। গত বছর নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক মালয়েশিয়ার বোর্নিও বনাঞ্চলে গাছটির খোঁজ পান। এর পর এক বছর ধরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এটি নিয়ে গবেষণা চলে। গাছটির উচ্চতা নির্ণয়ে ত্রিমাত্রিক স্ক্যান প্রযুক্তি ব্যবহার করা হয়। এটির উচ্চতা এক শ’ মিটারেরও বেশি। গবেষণা দলের প্রধান ডক্টর ডোরেন বয়েড বলেন, বিজ্ঞানে এই ধরনের গাছের অস্তিত্বের বর্ণনা আছে। গাছটি আমরা আবিষ্কার করতে পেরে খুশি। এই ধরনের গাছ রক্ষার পদক্ষেপ দরকার বলে মনে করেন তিনি।- সায়েন্স নিউজ
×