ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইরানের বিপ্লবী বাহিনীকে সন্ত্রাসী ঘোষণা করবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৯:৩৫, ৭ এপ্রিল ২০১৯

 ইরানের বিপ্লবী বাহিনীকে সন্ত্রাসী ঘোষণা  করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানের বিপ্লবী বাহিনীকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে বলে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে। এটি এমন একটি পদক্ষেপ যার ফলে অভিজাত বাহিনীটির ওপর চাপ বাড়বে। এএফপি। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদপত্রটি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সোমবারের মধ্যে দীর্ঘদিনের সিদ্ধান্তটি ঘোষণা করবে। দ্য ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কোর ১০৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ধর্মীয় শাসন রক্ষা এবং ঐতিহ্যবাহী সামরিক ইউনিটগুলোর বিপরীতে যারা সীমান্ত রক্ষায় নিয়োজিত তাদের জন্য একটি মিশন নিয়ে গঠিত হয়েছিল। বাহিনীটির গুরুত্বপূর্ণ ইউনিটটি জেরুজালেমের আরবী শব্দ কুদস ফোর্স নামকরণ করা হয়েছে। যেটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও লেবাননের হিজবুল্লাহসহ ওই অঞ্চলে ইরানের চারপাশের সঙ্গে সম্পর্কযুক্ত বাহিনীকে সমর্থন করে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত বছর ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক চুক্তি থেকে নাম প্রত্যাহার করার পর ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আন্তর্জাতিক চুক্তির অধীনে তেহরান তার পারমাণবিক কর্মসূচী পুরোপুরি প্রত্যাহার করে।
×