ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘোসানের আটকের মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি

প্রকাশিত: ০৯:৩৩, ৭ এপ্রিল ২০১৯

 ঘোসানের আটকের মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি

বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশানের সাবেক প্রধান কার্লোস ঘোসানকে ১৪ এপ্রিল পর্যন্ত আটক রাখার মেয়াদ বাড়ানো হয়েছে। শুক্রবার জাপানের একটি আদালত এ নির্দেশ দেয়। এদিকে প্রসিকিউটররা নতুন করে আর্থিক দুর্নীতির বিভিন্ন অভিযোগের বিষয়ে তাকে উপহাস করেছেন। -এএফপি। টোকিও আদালতের এক বিবৃতিতে বলা হয়, ৬৫ বছর বয়সী নিশানের এ সাবেক প্রধানকে আরও ১০ দিনের জন্য বন্দী রাখার প্রসিকিউটরদের একটি আবেদন গ্রহণ করেছে। আদালত জানায়, তাকে এখন পূর্ণ মেয়াদে ১৪ এপ্রিল পর্যন্ত আটক রাখা হবে। ঘোষণ ২০১৫ সালের শেষের দিক থেকে ২০১৮ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ওমানের এক ডিলারকে দেড় কোটি ডলার নিশানের তহবিল দিয়েছেন। নতুন করে উঠা এমন অভিযোগের বিষয়টি কর্তৃপক্ষ ক্ষতিয়ে দেখছে। তারা ধারণা করছে, এই তহবিলের মধ্যে প্রায় ৫০ লাখ ডলার ঘোসানের ব্যবহারের জন্য পাচার করা হয়। এই অর্থ দিয়ে ঘোসানের জন্য লাক্সারি ব্রান্ডের ইয়ট কেনা হয়। এদিকে ঘোসান তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
×