ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুরাগ তীরের অবৈধ ১০ তলা ভবন দ্রুত ভাঙ্গার দাবি

প্রকাশিত: ০৯:৩১, ৭ এপ্রিল ২০১৯

 তুরাগ তীরের অবৈধ  ১০ তলা ভবন দ্রুত ভাঙ্গার দাবি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাজারীবাগে তুরাগ নদের তীরে অবৈধভাবে নির্মিত ১০তলা ভবনটি অবিলম্বে ভেঙ্গে দেয়ার দাবি জানিয়েছে তিনটি বেসরকারী সংগঠন। ঢাকার চারপাশের নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চলমান অভিযানকে ইতিবাচক মন্তব্য করে দেশের সকল নদী রক্ষায় এই অভিযান সারা দেশে বিস্তৃত করার দাবিও জানিয়েছে সংগঠনগুলো। শনিবার তিন সংগঠনের নেতারা এক যৌথ বিবৃতিতে সরকারের কাছে এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, বুড়িগঙ্গা ও তুরাগের অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএর দীর্ঘমেয়াদী অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক পাকা ভবনসহ ছোট-বড় মিলিয়ে প্রায় পাঁচ হাজার স্থাপনা অপসারণ করা হলেও এ দুটি নদীর সংযোগস্থলে হাজারীবাগের হাইক্কার খালের কাছে বহুল আলোচিত ১০তলা ভবনটি গত দু’মাসেও ভাঙ্গা হয়নি। রাজউক অনুমোদিত নক্সা ও জমির বৈধ মালিকানা ছাড়া নদীর কাছে নির্মিত সম্পূর্ণ অবৈধ ভবনটি অক্ষত থাকলে বিআইডব্লিউটিএর সাহসী ও প্রশংসনীয় এই অভিযান প্রশ্নবিদ্ধ থেকে যাবে।
×