ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘দুর্নীতি বন্ধ হলে জিডিপি বাড়বে’

প্রকাশিত: ০৯:৩০, ৭ এপ্রিল ২০১৯

 ‘দুর্নীতি বন্ধ হলে জিডিপি বাড়বে’

স্টাফ রিপোর্টার ॥ বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এবং যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার জনদল আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। দুর্নীতিকে উন্নয়নের বড় বাধা উল্লেখ করে বি চৌধুরী বলেন, দুর্নীতি সবর্গ্রাসী ব্যাধি এবং ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে পারলে জিডিপি ২ শতাংশ বেড়ে যাবে। দুর্নীতিবাজদের সঙ্গে কোন আপোস নয় এবং প্রধানমন্ত্রীকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য আহ্বান জানাছি।
×