ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এরশাদের অবর্তমানে চেয়ারম্যানের দায়িত্বে কাদের

প্রকাশিত: ০৯:২৮, ৭ এপ্রিল ২০১৯

 এরশাদের অবর্তমানে চেয়ারম্যানের দায়িত্বে কাদের

স্টাফ রিপোর্টার ॥ সিনিয়র কয়েক নেতার পরামর্শে দলে ভাই জিএম কাদেরের যেসব পদ কেড়ে নিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, তার প্রায় সবই ফেরত দিলেন। এখন বাকি শুধু বিরোধী দলের উপনেতার পদ। গত দুদিন আগেই জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের পদে ফেরত আনা হয় কাদেরকে; শনিবার নিজের অবর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্যও তাকে মনোনীত করেন এরশাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এরশাদ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনি ভাই জিএম কাদেরকে দলের ‘ভবিষ্যত চেয়ারম্যান’ হিসেবে ঘোষণা দেন। গত ১ জানুয়ারি দল প্রধানের সে সিদ্ধান্তে ‘নাখোশ’ ছিলেন দলের অনেক জ্যেষ্ঠ নেতা। জাপার এক গুরুত্বপূর্ণ সভায় দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদের সঙ্গে ‘দ্বন্দ্বের’ কথা নিজেই স্বীকার করে নিয়েছিলেন জি এম কাদের। দলের সভাপতিম-লীর একাধিক সদস্য এ সময় জিএম কাদেরকে হটাতে চেষ্টা করেছিলেন বলে জানান দলের কজন জ্যেষ্ঠ সদস্য। দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পর থেকেই জিএম কাদেরের বিরুদ্ধে এরশাদের কান ভারি করতে শুরু করেন রওশনসহ কয়েকজন প্রভাবশালী নেতা। পরে গত ২২ মার্চ সাংগঠনিক কার্যক্রমে ব্যর্থতা ও দলে বিভেদ তৈরির অভিযোগে জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেন এরশাদ। তাকে সাংগঠনিক সব কার্যক্রম থেকেও বিরত করেন তিনি কেড়ে নেয়া হয় দলের উপনেতার পদ। তবে বহাল থাকে সভাপতিম-লীর পদ। এরশাদের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেন কেন্দ্রীয় নেতাদের অনেকেই। রংপুর বিভাগের নেতারা সংবাদ সম্মেলন করে জিএম কাদেরের সকল পদ ফিরিয়ে দিতে আল্টিমেটাম দেন। জাতীয় প্রেসক্লাবেও জাপা সমর্থক ব্যাপারে জিএম কাদেরের পক্ষে মানবন্ধনে যোগ দেন হাজারো মানুষ। দলের সভাপতিম-লীর সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে তারা সিদ্ধান্ত নেয়, জি এম কাদেরকে পুনর্বহাল না করলে তারা একযোগে পদত্যাগ করবেন। মোস্তাক জানিয়েছেন, গত ৩ এপ্রিল তাদের সঙ্গে এক বৈঠকে এরশাদ জিএম কাদেরকে আবারও স্বপদে বহালের সিদ্ধান্ত নেন এরশাদ। পুরনো দ্বন্দ্ব নিরসনের আভাস দিয়েছেন রওশন এরশাদও। ক’দিন আগে দলের যুব সংগঠন জাতীয় যুব সংহতির এক অনুষ্ঠানে রওশন এরশাদ ও জিএম কাদেরকে দেখা গেছে একমঞ্চে। দলকে ক্ষমতায় নিতে একযোগে কাজ করার ঘোষণা দিয়ে রওশন এরশাদ বলেছেন, তাদের দলে কোন বিভেদ নেই। এরশাদের এই সিদ্ধান্ত বদলের বিষয়ে মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ছোট ভাই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো, যা আজ থেকেই কার্যকর হবে। এর আগে গত ২২ মার্চ রাতে এরশাদ স্বাক্ষরিত জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টি পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় জিএম কাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত এরশাদ। শনিবার এক ‘সাংগঠনিক নির্দেশে’ জিএম কাদেরকে উত্তরসূরি ঘোষণা করেন। তিনি বলেন, গত ২২ মার্চ তারিখে আমার স্বাক্ষরিত একটি সাংগনিঠক নির্দেশ জারি করেছিলাম, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। উক্ত সাংগঠনিক নির্দেশ অত্র সাংগঠনিক নির্দেশ দ্বারা বাতিল ঘোষণা করছি। এরশাদ বলেন, আমার অবর্তমানে চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন সময়ে পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। দলীয় সূত্রে জানা গেছে, বিরোধী দলের উপ-নেতার পদে জিএম কাদেরকে পুনর্বহালের আলোচনা চলছে। তবে রওশন চাচ্ছেন সম্মানজনক অবস্থান। তাই তিনি দেবরকে অন্য পদ ফিরিয়ে দিতে সম্মত থাকলেও উপ-নেতার পদ ছাড়তে সম্মত নন। ময়মনসিংহ সিটি নির্বাচনে জাপার প্রার্থী ঘোষণা ॥ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন জাহাঙ্গীর আহমেদ। শনিবার জাহাঙ্গীর আহমদ এর দলীয় মনোনয়ন পত্রে স্বাক্ষর করেছেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি। তিনি অনুষ্ঠেয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজাকার-শান্তি কমিটির তালিকা চান কাজী ফিরোজ ॥ সাবেক মন্ত্রী ও জাপা প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের ৪৮ বছরে বারবার মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় জেলা ও থানা পর্যায়ে রাজাকার ও শান্তি কমিটির নাম আজও ঘোষণা করা গেল না। সকল মুক্তিযোদ্ধা থানা কমান্ডকে নির্দেশ দিলে এ তালিকা করা কঠিন নয়। ভবিষ্যতে যদি রাজাকার ও শান্তি কমিটির সদস্যদের নাম ইতিহাসে লিপিবদ্ধ না করা হয় তাহলে সঠিক ইতিহাস জাতি কখনও জানতে পারবে না। শনিবার রাজধানীর স্বামীবাগে মিতালী বিদ্যাপীঠের নতুন ভবন উদ্বোধন ও আরেকটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান লাভলু, আইয়ুব আলী, কাউন্সিলর লাভলী চৌধুরী, অধ্যক্ষা রফিকা রহমান, আবু নাসের সিদ্দিকী প্রমুখ।
×