ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লিন্ডে বিডির এজিএমের স্থান নির্ধারণ

প্রকাশিত: ০৯:২৬, ৭ এপ্রিল ২০১৯

  লিন্ডে বিডির এজিএমের স্থান নির্ধারণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত পুলিশ কনভেনশন হলে ৩০ এপ্রিল বেলা ১১টায় লিন্ডে বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে লিন্ডে বিডির পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ টাকা ৯৬ পয়সা। শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯৩ টাকা ৯০ পয়সা। ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১৪০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেয় লিন্ডে বিডি। তার আগে একই বছর শেয়ারহোল্ডারদের ২০০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৭ হিসাব বছরে এর ইপিএস হয় ৬২ টাকা ৬০ পয়সা। বছর শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ২৪১ টাকা ৫৪ পয়সা। ২০১৬ ও ২০১৫ হিসাব বছরে ৩১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন লিন্ডে বিডির শেয়ারহোল্ডাররা। ডিএসইতে বৃহস্পতিবার লিন্ডে বিডি শেয়ারের সর্বশেষ দর ১ দশমিক ৭৫ শতাংশ বা ২০ টাকা ৭০ পয়সা বেড়ে দাঁড়ায় ১ হাজার ২০৫ টাকা। সমাপনী দর ছিল ১ হাজার ২০১ টাকা ২০ পয়সা। বর্তমান লিন্ডে বাংলাদেশ ১৯৭৬ সালে বাংলাদেশ অক্সিজেন কোম্পানি নামে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৫১ কোটি ৩৬ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৬০ শতাংশ রয়েছে এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৯০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১১ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে।
×