ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিদ্যুত ও জ্বালানি

প্রকাশিত: ০৯:২৫, ৭ এপ্রিল ২০১৯

 সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিদ্যুত ও জ্বালানি

গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিদ্যুত ও জ্বালানি খাতের শেয়ার। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে। বিদায়ী সপ্তাহে বিদ্যুত ও জ্বালানি খাতে গড়ে প্রতিদিন ৬৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৭ কোটি টাকা লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে উঠেছে প্রকৌশল খাত। আর ৪১ কোটি ৫৯ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্যাংক খাত। লেনদেন হওয়া অন্য খাতগুলোর মধ্যে ফার্মাসিউটিক্যাল খাতে ৪০ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া খাদ্য ও বিবিধ খাতে ৩৬ কোটি ৩ লাখ টাকা, বীমা খাতে ৩২ কোটি ৩৯ লাখ টাকা, বস্ত্র খাতে ২৯ কোটি ৩২ লাখ টাকা, টেলিকমিউনিকেশন খাতে ২৮ কোটি ৪৯ লাখ টাকা, সিরামিক খাতে ১৬ কোটি ৬৬ লাখ টাকা, টেনারি খাতে ১৪ কোটি ৬৭ লাখ টাকা ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতে ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×