ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাসেল ঝড়ে কলকাতার দুর্দান্ত জয়

প্রকাশিত: ১৩:২৫, ৬ এপ্রিল ২০১৯

রাসেল ঝড়ে  কলকাতার  দুর্দান্ত জয়

জনকণ্ঠ ডেস্ক ॥ অধিনায়ক বিরাট কোহলি আর এবিডি’র চওড়া ব্যাটে জয়ের গন্ধ পেলেও দ্বাদশ আইপিএলে জয় অধরাই থেকে গেল ব্যাঙ্গালুরুর। শুক্রবার রাসেল ঝড়ে বিরাটদের মুখের গ্রাস কেড়ে নিল কেকেআর। জয়ে ফিরল নাইট বাহিনী। আরসিবিকে ৫ উইকেটে হারাল কেকেআর। খবর জি নিউজের। টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। তবে পার্থিব প্যাটেল আর বিরাট কোহলি জুটি এদিন শুরুটা দারুণ করেন। ওপেনিং জুটিতে ৬৪ রানের পার্টনারশিপ গড়েন। ২৫ রান করে পার্থিব আউট হলেও বিরাট কোহলি এবং এবি ডিভিলয়ার্স জুটি ব্যাঙ্গালুরুকে বড় রানের ভিত গড়ে দেন। বিরাট ৪৯ বলে ৮৪ রানে আউট হন। অন্যদিকে ৩২ বলে ৬৩ রান করেন এবিডি। আর শেষ দিকে মার্কোস স্টোইনিসের ১৩ বলে অপরাজিত ২৮ রানের ঝোড়ো ইনিংস ২০০ রানের গন্ডি টপকাতে সাহায্য করে ব্যাঙ্গালুরুকে। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে ব্যাঙ্গালুরু। কেকেআর-এর হয়ে কুলদীপ, নারিন ও রানা একটি করে উইকেট পান। ২০৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ক্রিস লিন ও সুনীল নারিন ঝোড়ো শুরু করলেও ১০ রানে প্যাভিলিয়নে ফেরেন নারিন। কিন্তু ক্রিস লিন ও রবিন উথাপ্পা জুটি কেকেআরকে টানতে থাকে। পবন নেগির শিকার দুজনেই। লিন ৪৩ আর উথাপ্পা ৩৩ রান করে সাজঘরে ফিরে যান। ২৩ বলে ৩৭ রান করে ফিরে যান নীতিশ রানা। অধিনায়ক দীনেশ কার্তিক করেন ১৯ রান। এরপরই চিন্নাস্বামীর বাইশ গজে রাসেল ঝড়। ৭টি ছয়ে ১৩ বলে ৪৮ রানে অপরাজিত থাকলেন রাসেল। পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় কেকেআর।
×