ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ‘চাঁদা না পেয়ে’ ড্রিল মেশিন দিয়ে যুবকের পা ফুটো করার অভিযোগ

প্রকাশিত: ১৩:১২, ৬ এপ্রিল ২০১৯

 চট্টগ্রামে ‘চাঁদা না পেয়ে’  ড্রিল মেশিন দিয়ে  যুবকের পা ফুটো  করার অভিযোগ

বিডিনিউজ ॥ চট্টগ্রামে ‘চাঁদা না দেয়ায়’ ড্রিল মেশিন দিয়ে এক যুবকের পা ফুটো করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে নগরীর চান্দগাঁও থানার হাদু মাঝি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত আমজাদ হোসেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এক নায়েক বলেন, ‘আমজাদকে লোহার পাইপ দিয়ে মারা হয়েছে। তাছাড়া তার হাঁটুর নিচে দুটো ক্ষত চিহ্ন রয়েছে।’ ২৪ বছর বয়সী আমজাদ চট্টগ্রাম শহরের এক কিলোমিটার এলাকার একটি ওয়ার্কশপে কাজ করেন। তার বাবা মোঃ নুরুল আজিম হাদু মাঝি পাড়া এলাকায় মুরগির ব্যবসা করেন। আমজাদের অভিযোগ, তার বাবার মুরগির দোকান থেকে চাঁদা না পেয়ে স্থানীয় কয়েকজন বখাটে এই ঘটনা ঘটিয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে তার বাবা ও ভাই আরাফাতও হামলার শিকার হয়েছেন। তবে চান্দগাঁও থানা পুলিশ বলছে, খেলা নিয়ে বিরোধের জেরে আমজাদের ওপর হামলা হয়েছে বলে তারা জানতে পেরেছে। এ ঘটনায় কোন মামলা হয়নি। আহত আমজাদ হাসপাতালে বলেন, ‘রাস্তার পাশে জায়গা ভাড়া নিয়ে আমার আব্বা ও ভাই একটা মুরগির দোকান চালায়। এক মাস আগে ওই দোকান থেকে জালাল, মিল্লাত, দিদারসহ এলাকার কয়েকজন চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তারা দোকানে ভাংচুর করে।’ আমজাদ বলেন, ‘ওই হামলার ঘটনা নিয়ে তারা থানায় অভিযোগ করেছিলেন। আর তাতেই ওই বখাটেরা ক্ষেপে যায়। বৃহস্পতিবার রাতে আমি একটা অনুষ্ঠান থেকে বাসায় ফিরছিলাম। তখন ৭-৮ জন এসে আমার অটোরিক্সা আটকে ফেলে। তারা আমাকে নামিয়ে মারধর করে। তারপর আমার মোবাইল কেড়ে নিয়ে বাবাকে ফোন দেয়। তখন আমার বাবা এলে তারা চাঁদার টাকা দিতে বলে। কিন্তু বাবার কাছে তো টাকা ছিল না। তখন তারা ড্রিল মেশিন দিয়ে আমার দুই পায়ে ফুটো করে দেয়।’
×