ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খিলগাঁও ফ্লাইওভারে দুই শিক্ষার্থীর মৃত্যু

ডেমরায় বাস চাপায় কলেজছাত্র নিহত বিক্ষোভ, অবরোধ

প্রকাশিত: ১০:৪৩, ৬ এপ্রিল ২০১৯

 ডেমরায় বাস চাপায় কলেজছাত্র নিহত বিক্ষোভ, অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছে। এরমধ্যে ডেমরায় বাসের চাপায় ইবনে তাহছিম ইরাম (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও কলেজ শিক্ষার্থীরা ডেমরার আমুলিয়া, স্টাফ কোয়ার্টার ও সুলতানা কামাল সেতু এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা বিক্ষুব্ধ হয়ে কয়েকটি গাড়ি ভাঙ্গচুর চালায়। এতে আশপাশ এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টির হয়েছে। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গেছে, নিহত ইরাম ডেমরার গোলাম মোস্তফা স্কুল এ্যান্ড কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে স্থানীয় আমুলিয়া পূর্ব পাড়ার মোঃ দেলোয়ার হোসেনের সন্তান। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে গোলাম মোস্তফা কলেজের ছাত্র তাহছিম ইরাম বাইসাইকেল চালিয়ে আমুলিয়া এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে ডেমরা স্টাফ কলেজের সামনে মাঝি মোড় এলাকায় এলে পেছন থেকে ডেমরা মেরাদিয়া রুটে চলাচলকারী রমজান পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ইরাম বাইসাইকেল থেকে ছিটকে পড়লে তাকে চাপা দিয়ে রমজান পরিবহন বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এতে ঘটনাস্থলে কলেজ ছাত্র ইরামের মৃত্যু হয়। পরে ট্রাফিক পুলিশ রামপুরা থেকে ঘাতক রমজান পরিবহন বাসসহ চালক মোঃ শামীম ও হেলপার মুন্না মিয়াকে আটক করে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষার্থীরা ডেমরার স্টাফ কোয়ার্টারের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ও কলেজ শিক্ষার্থীরা ডেমরার আমুলিয়া, স্টাফ কোয়ার্টার ও সুলতানা কামাল সেতু এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পুলিশের ওয়ারী বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোঃ রবিউল ইসলাম জানান, মোঃ ইরাম ডেমরা স্টাফ কোয়ার্টারের সমনের সড়ক দিয়ে যাওয়ার সময় ডেমরা মেরাদিয়া রুটে চলাচলকারী রমজান পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে বাসটি চালকসহ আটক করে রামপুরা থানা-পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষার্থীরা স্টাফ কোয়ার্টারের সামনের সড়ক অবরোধ করে রাখে। শিক্ষার্থীরা সড়কে ডিভাইডারের দাবিতে বিক্ষোভ মিছিল করছিল। তিনি জানান, তাদের দাবি অনুযায়ী সড়কে রোড ডিভাইডারের ব্যবস্থা করা হবে আজকের মধ্যেই। পরে তারা সড়ক থেকে সরে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। যান চলাচল শুরু হয়। ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী জানান, দুপুরে ডেমরা-রামপুরা সড়কের মোস্তফা মাঝির মোড় এলাকায় গোলাম মোস্তফা কলেজের শিক্ষার্থী ইরাম বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল। এসময় পেছন থেকে রমজান পরিবহনের একটি বাস ওই শিক্ষার্থীকে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে ওই শিক্ষার্থীর মরদেহ আমুলিয়া পূর্ব পাড়ার বাসায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনার জেরে কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু ॥ এদিকে শুক্রবার বিকেল ৩টার দিকে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের বাসাবোর ঢালে বেপোরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল্লাহ আল নোমান (১৭) ও তাজউদ্দিন হোসেন তুহিন (২০) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত নোমান ঢাকা স্টার্ন স্কুল এ্যান্ড কলেজের নবম শ্রেণীতে ও তুহিন কদমতলী পূর্ব বাসাবো স্কুল এ্যান্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্র। নিহত নোমানের বাবার নাম মোহাম্মদ শেখ আহমেদ মজিদ। তারা সবুজবাগের ৩৮০ নম্বর ওহাব কলোনিতে বসবাস করেন। আর নিহত তুহিনের বাবার নাম তোফাজ্জল হোসেন। তারা ৪০১ নম্বর ওহাব কলোনিতে থাকে। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হেদায়েত হোসেন জানান, বিকেল ৩টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের বাসাবোর ঢালে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ছিটকে পড়ে নোমান ও তুহিন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসআই হেদায়েত হোসেন জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিল নোমান। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত তরুণরা এভাবে মোটরসাইকেল চালাচ্ছে। পাড়া ও মহল্লা এরা কাউকে তোয়াক্কা না করে ব্যাপক গতিতে হর্ন বাজিয়ে ধুলা উড়িয়ে বাইক চালাচ্ছে। এভাবে চালাতে পারলে নিজেদের হিরো মনে করে এসব তরুণ। তাই এ থেকে সবাইকে সাবধান হতে হবে। না হলে এভাবে জীবন দিতে হবে।
×