ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উত্তরায় ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’ প্রতিষ্ঠার দাবি জানাই ॥ মাহবুব আমীন মিঠু

প্রকাশিত: ১০:২৫, ৬ এপ্রিল ২০১৯

 উত্তরায় ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’ প্রতিষ্ঠার দাবি জানাই ॥ মাহবুব আমীন মিঠু

মাহবুব আমীন মিঠু। দেশের অন্যতম তরুণ সাংস্কৃতিক সংগঠক, অভিনেতা এবং সমাজসেবক। উত্তরার অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান গীতাঞ্জলি ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক তিনি। এই প্রতিষ্ঠানের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে দেশীয় সংস্কৃতি চর্চা, বিকাশ ও সমৃদ্ধিতে কাজ করছেন। তারই উদ্যোগে গীতাঞ্জলি ললিতকলা একাডেমি ব্যবস্থাপনায় সম্প্রতি উত্তরায় বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। এ বিষয়ে তার সঙ্গে কথা হয়। সম্প্রতি উত্তরায় অনুষ্ঠিত বইমেলা প্রসঙ্গে জানতে চাই। মাহবুব আমীন মিঠু : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি আয়োজন করে দশদিনব্যাপী বইমেলা, আলোচনা ও সাংস্কৃতিক উৎসবের। মেলায় কতগুলো স্টল ছিল? মাহবুব আমীন মিঠু : বাংলা একাডেমিসহ সৃজনশীল ঐক্য পরিষদের প্রায় ২০টি প্রকাশনা প্রতিষ্ঠান বই মেলায় স্টল দেয়। দেশের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন, নাট্যদল, আবৃত্তি দলগুলোর পাশাপাশি উত্তরার প্রায় অর্ধশতাধিক সাংস্কৃতিক সংগঠন প্রতিদিন মেলামঞ্চে বিকাল ৩টা রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করে। অতিথি কারা কারা ছিলেন? মাহবুব আমীন মিঠু : উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম প্রধান অতিথি ছিলেন। ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন মেলার উদ্বোধন করেন। বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনায় গীতাঞ্জলির উপদেষ্টা জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, সংস্কৃতি সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এন.ডিসি, বাংলাদেশ পুলিশের ডিআইজি (এ্যাডমিন এ্যান্ড ডিসিপ্লিন) হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার), বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, বরেণ্য সাংবাদিক পিআইবির চেয়ারম্যান আবেদ খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, ম হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক আ আ ম স আরিফিন সিদ্দিকসহ আরও অনেকেই ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন। উত্তরায় ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’ প্রতিষ্ঠার বিষয়ে আপনার বক্তব্য কী? মাহবুব আমীন মিঠু : সাংস্কৃতিক অবকাঠামোশূন্য উত্তরা জনপদে প্রায় পনের বছর ধরে গীতাঞ্জলি ললিতকলা একাডেমি শিল্প সাহিত্য ও সংস্কৃতি চর্চা লালন ও বিকাশের লক্ষ্যে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্ম দিবসকে নিয়ে উত্তরা জনপদে এটি প্রথম কোন বই মেলা ও সাংস্কৃতিক উৎসব এ অর্থে এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক আয়োজন ছিল। গীতাঞ্জলি সাংস্কৃতিক চর্চার পাশাপাশি উত্তরা জনপদের কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করছে বছরব্যাপী নানাবিধ সাংস্কৃতিক আয়োজন ও এই জনপদের নাগরিকদের সাংস্কৃতিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উত্তরা রবীন্দ্র সরণির পশ্চিমের শেষ প্রান্তে ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’ নামে একটি উম্মুক্ত মঞ্চের প্রস্তাব করেন গীতাঞ্জলির মাননীয় উপদেষ্টা জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। আমিও দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসছি। আশা করি বর্তমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। আশার কথা দশদিনের মেলায় আগত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, সচিব, মেয়র মহোদয়সহ সকলে এর সঙ্গে সম্মতি প্রকাশ করে অতিসত্বর ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’ স্থাপনের আশ্বাস প্রদান করেছেন। আগামী বছর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী বঙ্গবন্ধু বর্ষে বছরব্যাপী এই মঞ্চে সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে। গত ২০১৬ সালে আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে উত্তরার দুটি সড়কের নামকরণের জন্য প্রস্তাব করেছিলাম। একটি একুশের প্রথম কবিতায় রচয়িতা কবি মাহবুব আলম চৌধুরী সড়ক ও শহীদ মিনার নিয়ে প্রথম কবিতায় রচয়িতা কবি আলাউদ্দিন আল আজাদের নামে সড়ক যা সিটি কর্পোরেশন চূড়ান্ত করেছে। এ মেলা মিলনক্ষেত্রে পরিণত হয়। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মেলাটি সর্বসাধারণের জন্য উম্মুক্ত ছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগ মেলায় সার্বিক সহযোগিতা প্রদান করেন। উত্তরায়আগামী বছর ৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ২০ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক বই মেলার আয়োজন করা হবে। -সাজু আহমেদ
×