ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিঠু রায়ের খন্ড নাটক ‘কাছে দূরে’

প্রকাশিত: ১০:২৪, ৬ এপ্রিল ২০১৯

 মিঠু রায়ের খন্ড নাটক ‘কাছে দূরে’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ খন্ড নাটক ‘কাছে দূরে’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মিঠু রায়। সেভেনটিউনস এন্টারটেইনমেন্টের পরিবেশনায় নির্মিত নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী উজ্জল, লিজা খানম, সাগর আহম্মেদ, পারশা ইভানা, বিউটি বেগম, সুবর্ণা কবিরসহ আরও অনেকে। নাটকটির চিত্রগ্রহণে ছিলেন জিএ স্বপন। সম্পাদনা করেছেন রবিউল হাসান সোহেল। ‘কাছে দূরে’ নাটকটি সেভেনটিউনস এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রচার হবে। ‘কাছে দূরে’ নাটকের কাহিনীতে দেখা যাবে শাহেদ খুব হাসিখুশি একজন মানুষ। সে মোটামুটি ভাল একটা চাকরি পাওয়ার পর তার মা তারজন্য মেয়ে দেখা শুরু করে। রিতু ভার্সিটিতে পড়ে। বিয়ে নিয়ে তার হাই এক্সপেক্টেশন। ভার্সিটির একটা ছেলেকে সে পছন্দ করে। রিতুর সঙ্গে শাহেদের বিয়ে নিয়ে কথা হয়। শাহেদকে রিতুর পছন্দ হয় না। রিতুর বাবা শাহেদের বাবার ছোটবেলার বন্ধু, শাহেদের বাবা মারা গেছেন। রিতুর বাবা তাকে একরকম জোর করেই বিয়ে দেন। বাসর রাতে রিতুর অপছন্দের ব্যাপারটা শাহেদ বুঝে যায়। সে রিতুকে প্রথম দেখাতেই ভালবেসে ফেলে। সে নানাভাবে রিতুকে খুশি রাখার চেষ্টা করে। কিন্তু রিতু সবকিছুতেই সমস্যা খুঁজে পায়। বিয়ের এক মাসের মাথায় রিতুর জন্মদিন। শাহেদ ঠিক করে রিতুকে সারপ্রাইজ পার্টি দিয়ে ইমপ্রেস করবে। রিতু বাসায় ঢুকেই শাহেদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। এক সময় শাহেদকে মুখের ওপর বলে ফেলে তোমার মতো একটা ছেলেকে আমি ডিজার্ভ করি? রুমের মধ্যে লুকিয়ে থাকা অতিথিরা তখন জন্মদিন উইশ করতে করতে বের হয়। সবাই বিব্রত হয়ে বিদায় নিয়ে চলে যায়। রিতু বলে আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। শাহেদ বলে তোমাকে মুক্তি দিলাম। পরেরদিন শাহেদ রিতুর হাতে একটা কাগজ দিয়ে বলে ‘এটা ডিভোর্স লেটার। সই করে রেখো। সই করলেই তোমার মুক্তি’। রিতু ডিভোর্স লেটারে সই করে শাহেদের হাতে দিয়ে চলে যায়। রিতু বাসায় এসে মাকে জড়িয়ে ধরে কাঁদে। বলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা।
×