ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আসছে নৃত্যনাট্য ‘মীরা’

প্রকাশিত: ১০:২৩, ৬ এপ্রিল ২০১৯

 আসছে নৃত্যনাট্য ‘মীরা’

স্টাফ রিপোর্টার ॥ কৃষ্ণ প্রেমে নিজেকে সমর্পণ করেছিলেন ‘মীরা’ নামে খ্যাত মরমীয়া সাধিকা। কৃষ্ণ প্রেমে নিজেকে উজাড় করে দেয়া মানুষের অভাব নেই। কিন্তু তাদের মধ্যেও একেবারেই বিরল এই মীরা বাঈ। আজ থেকে ৫০০ বছর আগে একজন সাধারণ নারী যে কীর্তি গড়ে গেছেন, তা আজও চির অমর হয়ে আছে। তার কীর্তিই তাকে দিয়েছে এক অনন্য মর্যাদা। ১৪৯৮ সালে ভারতের রাজস্থানের অভিজাত হিন্দু পরিবারে জন্ম নেয়া এই অতিন্দ্রীয়বাদী ও সহজিয়া ভক্ত রচনা করে গেছেন বার শ’ থেকে তের শ’ ভজন। আর এর প্রতিটিরই মর্মে মর্মে প্রবাহমান কৃষ্ণের প্রতি তার প্রেম ও বিরহ গাথা। এমনই এক মরমিয়া সাধিকাকে নিয়ে বাংলাদেশের স্বনামধন্য নৃত্য সংগঠন নৃত্যাঞ্চল প্রযোজনা করেছে নৃত্যনাট্য ‘মীরা’। এর ভাবনা কোরিওগ্রাফি ও পরিচালনায় রয়েছেন সুকল্যাণ ভট্টাচার্য। যিনি গুরু বিপীন সিং ও কলাবতী দেবীর শিষ্য। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে নৃত্যনাট্যটি মঞ্চায়ন হবে ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টায়। দলীয়সূত্রে জানা যায়, নৃত্যনাট্যটি মীরার জীবন কাহিনীর উপর রচিত। এই নৃত্যনাট্যে মীরার ভূমিকায় রূপ দিয়েছেন এক সময়ের প্রখ্যাত ও গুণী নৃত্য শিল্পী কাজল ইব্রাহীম। রাধার চরিত্রে বাংলাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপা এবং কৃষ্ণের চরিত্রে রূপ দিয়েছেন কলকাতার প্রখ্যাত নৃত্য পরিচালক সুকল্যাণ ভট্টাচার্য। নৃত্যনাট্যে অয়ন ঘোষ ও সম্রাট আকবরের চরিত্রে রয়েছেন দেশের আরেক প্রখ্যাত নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ। এছাড়া নৃত্যাঞ্চলের প্রায় ৫০ জন শিল্পী এতে অংশগ্রহণ করেছেন। নৃত্যনাট্যটির সঙ্গীত পরিচালনা করেছেন স্নেহাশীর্ষ মজুমদার।
×