ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২

ইরানে ৩১ প্রদেশের চব্বিশটি তলিয়ে গেছে

প্রকাশিত: ১০:১১, ৬ এপ্রিল ২০১৯

ইরানে ৩১ প্রদেশের চব্বিশটি তলিয়ে গেছে

জনকণ্ঠ ডেস্ক ॥ ইরানে ভারি বর্ষণের কারণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। কয়েকদিন ধরে চলমান এ দুর্যোগে এখন পর্যন্ত ৬২ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশন। -খবর বিবিসি ও পার্সটুডের। অর্গানাইজেশনটি জানায়, গত মার্চ থেকে শুরু হওয়া বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ইরানের পশ্চিমাঞ্চলেই শুধু মৃত্যু হয়েছে ২১ জনের। আর ইরানজুড়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬২ জনের মতো। ইতোমধ্যে দেশের ৩১ প্রদেশের মধ্যে তলিয়ে গেছে ২৪ প্রদেশ। ২৪ প্রদেশের প্রতিটিতেই প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্গতদের উদ্ধারে অভিযান চলছে দ্রুত গতিতে। এছাড়া নতুন করে আবার কিছু এলাকায় বাঁধ ভেঙ্গে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে প্লাবিত হবে আরও নতুন নতুন অঞ্চল। এজন্য এসব এলাকায়ও বিধ্বংসের সতর্কতা জারি করা হয়েছে। দেশটিতে মারাত্মক বন্যায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে পড়েছেন। একইসঙ্গে অনেকের খাদ্য, পানি, তাঁবু এবং কম্বলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। দেশের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, প্রবল বর্ষণের কারণে দেশের ১৪১ নদীর পানি উপচে পড়ে বিশাল এলাকা প্লাবিত হয়েছে। শহর এলাকার ৭৮ রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুহাজার ১৯৯ গ্রামীণ সড়ক বিনষ্ট হয়েছে। এ ছাড়া ৮৪ সেতু ভেঙ্গে পড়েছে। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান খামেনির ॥ বন্যার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার জন্য সরকারী কর্মকর্তাদের পাশাপাশি সব প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। তিনি তেহরানে ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে এক জরুরী বৈঠকে এ নির্দেশ দেন। বৈঠকে বন্যা দুর্গত প্রদেশগুলোর ত্রাণ ও উদ্ধার তৎপরতার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে অন্যের মধ্যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি, মন্ত্রিসভার কয়েক সদস্য, সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি এবং দেশের ত্রাণ সংস্থাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।
×