ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘গেম চেঞ্জার’ নিয়ে আসছেন আফ্রিদি

প্রকাশিত: ১০:০২, ৬ এপ্রিল ২০১৯

 ‘গেম চেঞ্জার’ নিয়ে আসছেন আফ্রিদি

স্পোর্টস রিপোর্টার ॥ ৩০ এপ্রিল বাজারে আসছে সাবেক পাকিস্তান তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদির আত্মজৈবনিক বই-‘গেম চেঞ্জার’। তিনি নিজেই জানিয়েছেন, এ বইয়ে মন খুলে অনেক কিছু লিখেছেন, যা আগে কেউ জানত না। লেখার কাজে আফ্রিদিকে সহায়তা করেছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও সম্প্রচারক ওয়াজাহাত খান। ‘বুমবুম’ খ্যাত ক্রিকেটারের ক্যারিয়ারের সব চড়াই-উতরাই, আলোচনা-সমালোচনা, বিতর্কের বিষয়গুলো এতে তুলে আনতে সহায়তা করেছেন তিনি। ১৯৯৬ সালে মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আফ্রিদির। পরে টানা দুই দশক খেলেছেন তিনি। মারকাটারি ব্যাটিং ও গতিময় লেগস্পিনের জন্য জনপ্রিয় ছিলেন। পাকিস্তানের ক্রিকেটের অন্যতম রঙিন চরিত্র চৌকস এ খেলোয়াড়। দীর্ঘ ক্যারিয়ারের খুঁটিনাটি সবকিছুই এ বইয়ে তুলে ধরেছেন আফ্রিদি। আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করলেও এখন বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি২০ লীগে খেলে যাচ্ছেন তিনি। সর্বশেষ খেলেন পাকিস্তান সুপার লীগে মুলতান সুলতানসের হয়ে। বিপিএলেও খেলে গেছেন আফ্রিদি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করতে রাখেন অগ্রণী ভূমিকা। আফ্রিদি ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯টি টি২০ খেলে সবমিলিয়ে সংগ্রহ করেন ১১ হাজারেরও বেশি রান। তিন ফরমেটে শিকার করেন ৫৪০ উইকেট। ওদিকে সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে বিশ্বকাপে তার দেশ ভাল করবে বলে আশাবাদী শহীদ আফ্রিদি। এক টুইটবার্তায় আফ্রিদি বলেন, ‘আমি মনে করি- আন্তর্জাতিক পর্যায়ে খেলার আগে ব্যাটসম্যানদের কমপক্ষে ৩-৪ বছর ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। আমি আত্মবিশ্বাসী দল ঘুরে দাঁড়াবে। আমাদের উচিত ইংল্যান্ড সফর ও বিশ্বকাপে তাদের সমর্থন দেয়া।’
×