ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইসরাইল যাচ্ছেন নেইমার!

প্রকাশিত: ১০:০১, ৬ এপ্রিল ২০১৯

 ইসরাইল যাচ্ছেন নেইমার!

স্পোর্টস রিপোর্টার ॥ ইসরাইল সফরের আমন্ত্রণ পেয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। স্বয়ং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু আমন্ত্রণ জানিয়েছেন বিশ্বের দামী ফুটবলারকে। আমন্ত্রণে সাড়া দিয়ে শীঘ্রই দেশটিতে যাওয়ার কথা জানিয়েছেন পিএসজি ফরোয়ার্ড। আর এতে সমালোচনাও শুরু হয়েছে। সম্প্রতি ইসরাইল সফররত ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইর বোলসোনারোকে সঙ্গে নিয়ে জেরুজালেমের পশ্চিম প্রান্তে অবস্থিত ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্র দেয়ালে (ওয়েস্টার্ন ওয়াল) প্রার্থনায় অংশ নেন নেতানিয়াহু। প্রার্থনা শেষে এক ভিডিও বার্তায় দুই নেতা নেইমার ও দু’বারের সার্ফিং চ্যাম্পিয়ন গ্যাব্রিয়েল মেদিনাকে ইসরাইল সফরের আমন্ত্রণ জানান। ভিডিও বার্তায় দুই নেতা বলেন, ‘প্লিজ ইসরাইল আস। নেইমার ও মেদিনা, তোমরা দু’জনেই আমন্ত্রিত। সবাইকে নিয়ে ইসরাইল ঘুরে যাও। জেরুজালেম তোমাদের অপেক্ষায় আছে।’ একদিন পরই ভিডিও বার্তায় দুই নেতার আমন্ত্রণ গ্রহণ করে শীঘ্রই ইসরাইলে যাওয়ার কথা জানান নেইমার। ভিডিও বার্তায় নেইমার বলেন, ‘হ্যালো বিবি (নেতানিয়াহুর প্রচলিত নাম) ও বোলসোনারো। আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমরা আসছি।’
×