ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন

সিদ্দিকুরের লড়াই চলছে আকবরের সঙ্গে

প্রকাশিত: ১০:০১, ৬ এপ্রিল ২০১৯

 সিদ্দিকুরের লড়াই চলছে আকবরের সঙ্গে

স্পোর্টস রিপোর্টার ॥ আশাবাদ ব্যক্ত করেছিলেন শিরোপাটা তার হাতেই উঠবে। কিন্তু সেই আশায় পড়তে শুরু করেছে গুড়েবালি! ঢাকার কুর্মিটোলায় অনুষ্ঠেয় বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের আজ শনিবার সমাপনী দিন। শনিবার ‘শনির দশা’য় আক্রান্ত না হয়ে যদি ‘বৃহস্পতি তুঙ্গে’ থাকে তার তাহলে হয়তো অলৌকিকভাবেই সুদৃশ্য শিরোপায় চুমু খাবার সৌভাগ্য হতে পারে বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানের। তার লড়াইটা মূলত স্বদেশী সতীর্থ-প্রতিদ্বন্দ্বী আকবর হোসেনের মধ্যে। কুর্মিটোলা গলফ ক্লাবে গতকাল তৃতীয় রাউন্ডে তেমন কিছু করতে পারেননি সিদ্দিকুর। আগের দুই রাউন্ডের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। এদিনও পারের চেয়ে ৩ শট কম খেলেন। তবে কোন ‘বোগি’ করেননি। তিনটি বার্ডি করেন। তিন রাউন্ড শেষে পারের চেয়ে ১১ শট কম খেলা সিদ্দিকুর দু’জনের সঙ্গে যৌথভাবে চতুর্থ অবস্থানে আছেন। সেরা দশে আছেন আকবর হোসেনও। শুক্রবার পারের চেয়ে দুই শট কম খেলেন তিনি। তিনটি বার্ডি ও একটি বোগি করেন আকবর। সবমিলিয়ে পারের চেয়ে ৯ শট কম খেলে বাংলাদেশের এ গলফার আরও দু’জনের সঙ্গে যৌথভাবে সাত নম্বরে আছেন। সাড়ে ৩ লাখ ইউএস ডলার প্রাইজমানির এ টুর্নামেন্টে পারের চেয়ে ১৮ শট কম খেলা থাইল্যান্ডের সাদোম কায়েওকাঞ্জনা আছেন আপাতত শীর্ষে। বাংলাদেশের অন্য গলফারদের মধ্যে মোহাম্মদ মোয়াজ আরও চারজনের সঙ্গে যৌথভাবে ২৯তম, সজীব আলী চারজনের সঙ্গে ১৪ নম্বরে, জামাল হোসেন মোল্লা ও মোহাম্মদ নাজিম যৌথভাবে ২৪তম স্থানে আছেন।
×