ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘আনফিট’ রোনাল্ডোকে খেলাবে জুভেন্টাস?

প্রকাশিত: ১০:০০, ৬ এপ্রিল ২০১৯

‘আনফিট’ রোনাল্ডোকে খেলাবে জুভেন্টাস?

স্পোর্টস রিপোর্টার ॥ ঘাতক ইনজুরিতে বর্তমানে মাঠের বাইরে আছেন সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে জুভেন্টাসের এই তারকা ময়দানী লড়াইয়ে যত দ্রুত সম্ভব ফিরতে চান বলে জানিয়েছেন দলটির কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি। তিনি আরও জানিয়েছেন, আয়াক্সের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই সিআর সেভেনকে পেতে আশাবাদী তারা। ইউরো বাছাই ম্যাচে চোট পেয়েছেন রোনাল্ডো। যে কারণে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তার খেলা নিয়ে সংশয় আছে। এটা নিয়েই এখন দুশ্চিন্তা জুভেন্টাসের। কেননা ইতালিয়ান সিরি’এ লীগের শিরোপাকে তারা ডালভাত বানিয়ে ফেলেছে। ৩৪ বারের লীগ চ্যাম্পিয়নরা এবার টানা অষ্টম শিরোপা জয়ের পথে। চ্যাম্পিয়ন্স লীগে খেলার কারণে শুক্রবার রাতে এসি মিলানের বিরুদ্ধে পর্তুগীজ তারকাকে খেলানোর ঝুঁকি নিচ্ছে না তুরিনের ওল্ডলেডিরা। ইতালিয়ান সিরি’এ লীগে অপ্রতিদ্বন্দ্বী হলেও দুইবার ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুটজয়ী জুভদের আরেকটি চ্যাম্পিয়ন্স লীগের জন্য অপেক্ষা ২৩ বছরের। সর্বশেষ তারা চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে ১৯৯৫-৯৬ মৌসুমে। রোনাল্ডোকে ঘিরে এবার সেই খরা কাটানোর স্বপ্ন দেখছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। এ জন্যই রোনাল্ডোকে দলে ভিড়িয়েছে তারা। কিন্তু জুভেন্টাসের সেই স্বপ্নে ধাক্কা লেগেছে সার্বিয়ার বিপক্ষে ইউরো বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে পর্তুগীজ ফরোয়ার্ড চোট পাওয়ায়। আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটের প্রথম লেগে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি ছিল দিনকয়েক আগ পর্যন্ত। কিন্তু এ্যালেগ্রি রোনাল্ডোকে ছাড়া হল্যান্ড সফরে যাওয়ার ঝুঁকি নিতে চাচ্ছেন না। যে কারণে শতভাগ ফিট না থাকলেও রোনাল্ডোকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। কারণটাও স্পষ্ট। পুরো ৯০ মিনিট না খেললেও সিআর সেভেন মাঠে থাকা মানেই প্রতিপক্ষের জন্য আতঙ্ক। এই সুযোগটা কাজে লাগাতে চায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। সার্বিয়ার সঙ্গে গত ২৫ মার্চ ১-১ গোলে ড্র ম্যাচের ৩০ মিনিটে উরুর চোট নিয়ে মাঠ ছাড়েন সিআর সেভেন। ডাক্তারি পরীক্ষা জানিয়েছিল, দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। সেই হিসেবে আয়াক্সের বিপক্ষে ১০ এপ্রিল আমস্টারডামে প্রথম লেগে খেলার কথা রোনাল্ডোর। কিন্তু দিনকয়েক আগে জানা গিয়েছিল, রোনাল্ডোর খেলার সম্ভাবনা ক্ষীণ। এ বিষয়ে জুভেন্টাস কোচ এ্যালেগ্রি বলেছিলেন, মাঠে ফিরতে পরিশ্রম করে যাচ্ছে রোনাল্ডো। আশা করছি, আয়াক্সের বিপক্ষে তাকে পাব আমরা। তবে এটা খুব কঠিন হবে। দলের সেরা তারকার চোটের অবস্থা প্রতিদিনই বিশ্লেষণ করছেন জুভেন্টাসের চিকিৎসক দল। রিপোর্ট দেখে এ্যালেগ্রির কাছে অবস্থা ভালই মনে হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, পরীক্ষার ফল আগের চেয়ে অনেক ভাল। পায়ের অবস্থা দেখেও আগের চেয়ে ভাল মনে হচ্ছে। এখনও ৭ দিন বাকি আছে। সবকিছু বিবেচনা করে দেখার সময় আছে। এই মুহূর্তে সে যা করতে পারছে তা করে যাচ্ছে। স্বাভাবিক যে এসব ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এবং সবদিক ভালমতো বিবেচনা করতে হবে। এদিকে কর ফাঁকি নিয়ে আবারও ঝামেলায় পড়েছেন রোনাল্ডো। এ সংক্রান্ত বিশাল তথ্য ফাঁস করা নিয়ে জার্মান ম্যাগাজিন ডে’র স্পেগেলের সঙ্গে সংঘাত শুরু হয়েছে তার। দুইপক্ষের সংঘাত গড়িয়েছে আদালত পর্যন্ত। দুই বছরের রশি টানাটানির পর অবশেষে রায় দিয়েছেন আদালত। রোনাল্ডোর জন্য দুঃসংবাদ, এ মামলাতেও হার হয়েছে তার। ২০১৭ সালে ফুটবলের মহাতারকা রোনাল্ডো ও পর্তুগীজ কোচ জোশে মরিনহোর কর ফাঁকি সংক্রান্ত ডে’র স্পেগেলের এক প্রতিবেদন নিষিদ্ধ ঘোষণা করেন জার্মানির হামবুর্গ আদালত। অনলাইন থেকে শুরু করে সবরকম প্রকাশনী হতে সেই প্রতিবেদন মুছে ফেলার জন্য ম্যাগাজিনটিকে হুকুম দেন আঞ্চলিক কোর্টটি। এর ব্যত্যয় ঘটলে ২ লাখ ৫০ হাজার ইউরো জরিমানারও হুমকি দেয়া হয় ডে’র স্পেগেলকে। ফুটবলের গোমর ফাঁস করতে ওস্তাদ ফুটবল লিকসের সাহায্যে ২০১৬ সালে রোনাল্ডো ও মরিনহোর ‘মহা’ কর ফাঁকির খবর প্রকাশ করেছিল ডে’র স্পেগেল। প্রতিবেদনে উঠে আসে, নিজ নামের স্বত্ব ব্যবহার করে সুইজারল্যান্ড ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে অখ্যাত প্রতিষ্ঠানে প্রচুর অর্থ ঢেলেছেন পাঁচবারের ফিফা সেরা তারকা। ফুটবল লিকসের সঙ্গে ইউরোপের ৬০ জন সাংবাদিক একসঙ্গে কাজ করেছেন তথ্য সংগ্রহের জন্য। মামলায় জিতে আবারও সেই প্রতিবেদন করার অনুমতি পাচ্ছে ম্যাগাজিনটি। নতুন করে আবারও সেই প্রতিবেদন বের হলে মহাবিপাকে পড়ার সম্ভাবনা আছে পর্তুগীজ তারকার।
×