ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রাথমিক দলেও নেই আকমল-ওয়াহাব

প্রকাশিত: ০৯:৫৯, ৬ এপ্রিল ২০১৯

 প্রাথমিক দলেও নেই আকমল-ওয়াহাব

স্পোর্টস রিপোর্টার ॥ জাতিগতভাবে পাকিস্তানীরা একটু বেশিই মাথামোটা, গোয়ারও বটে! অধিনায়ক সরফরাজ আহমেদসহ প্রতিষ্ঠিত পারফর্মারদের বিশ্রামে আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে উমর আকমল ফিরেছিলেন বিশ্বকাপ শুরুর মাত্র দুই মাস আগে। ৫-০তে ‘হোয়াইটওয়াশ’ হওয়া সিরিজে পারফর্মেন্স যদিও আশানুরূপ ছিল না। তবে ফিরেই শৃঙ্খলা ভেঙ্গে আলোচনায় উঠে আসেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। খেলা শেষে ম্যানেজমেন্টকে না জানিয়ে গভীর রাতে কনসার্ট দেখতে যান আকমল। তারই খেসারত দিতে হলো। বিশ্বকাপের জন্য ঘোষিত পাকিস্তানের ২৩ সদস্যের প্রাথমিক দলেই জায়গা হলো না এই তারকা ক্রিকেটারের। জায়গা হয়নি অভিজ্ঞ ওয়াহাব রিয়াজ আর আহমেদ শেহজাদেরও। তবে তাদের ফের বিবেচনা করা হবে কি না সেটিও পরিষ্কার করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান ক্রিকেটে শেষ স্বীকৃত তারকাদের অন্যতম আকমল। তুমুল প্রতিভাবান হয়েও অসদাচরণের জন্য বারবার দল থেকে বাদ পড়েছেন। এক দশকের ক্যারিয়ারে এভাবেই কেটেছে বেশিরভাগ সময়। বিশ্বকাপ সামনে রেখে এবার আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ডাক পেয়েছিলেন দুই বছর পর। ফিরেই ফের শৃঙ্খলাভঙ্গের কারণে আলোচানায় ২৮ বছর বয়সী। দুবাইয়ে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবা পঞ্চম ও শেষ ওয়ানডের পর রাতের বেলা নিয়ম ভেঙ্গে হোটেলের বাইরে গিয়ে কনসার্ট দেখার অপরাধে আকমলকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনবার ত্রিশের ঘর ছুঁলেও একটিও হাফ সেঞ্চুরি পাননি। অবশ্য সম্প্রতি পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে ১৩৬* ও ৯৯ রানের দুটি ইনিংস খেলেন তিনি। বিশ্বকাপ ক্যাম্পে উমরের ডাক না পাওয়ার পেছনে অনেকে তার শৃঙ্খলাভঙ্গকে কারণ হিসেবে দেখছেন। ওয়াহাব পাকিস্তানের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন প্রায় দুই বছর আগে। তবে টুর্নামেন্ট যেহেতু বিশ্বকাপ, অনেকেই তাকে স্কোয়াডে আশা করেছিলেন। যেহেতু ক্যাম্পের জন্য প্রাথমিক দলে ঠাঁই হয়নি, তাই অনেকটা নিশ্চিত যে ওয়াহাব ও উমরকে দেখা যাবে না ইংল্যান্ড বিশ্বকাপে। ৩০ মে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। ১৮ এপ্রিল লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে পাকিস্তান নির্বাচকমন্ডলী। ১৫ ও ১৬ এপ্রিল খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা দিতে হবে। পিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে ২৪ ও ২৬ মে আফগানিস্তান ও বাংলাদেশের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সরফরাজের দল। ৩১ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু পাকিস্তানের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপে পাকিস্তানের প্রাথমিক স্কোয়াড : সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল হক, আবিদ আলী, বাবর আজম, হারিস সোহেল, শোয়েব মালিক, আসিফ আলী, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ, শান মাসুদ, উসমান শেনওয়ারি ও ইয়াসির শাহ।
×