ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জবাবদিহিতার মুখে সৌরভ গাঙ্গুলী

প্রকাশিত: ০৯:৫৯, ৬ এপ্রিল ২০১৯

 জবাবদিহিতার মুখে  সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী অনেকদিন ধরেই ক্রিকেট এ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি। তবে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল দিল্লী ক্যাপিটালসের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন কলকাতার ‘যুবরাজ’। একই সঙ্গে দুটি পদে কাজ করায় সাবেক ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে স্বার্থজনিত সংঘাতের অভিযোগ উঠেছে। কলকাতার তিন অধিবাসী রঞ্জিত শীল, ভস্বতি সান্তুয়া ও অভিজিত মুখার্জী বিচারক ডিকে জৈনের কাছে চিঠি লিখে এ অভিযোগ করেছেন। এরপর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ন্যায়পাল হিসেবে দায়িত্বরত বিচারক জৈন ৭ দিনের মধ্যে জবাব চেয়েছেন গাঙ্গুলীর কাছ থেকে। অবশ্য এর আগেই আগামী ৭ এপ্রিল গাঙ্গুলী জবাব দেয়ার জন্য প্রস্তুত হয়েছেন বলে দাবি করেছে ভারতীয় এক সংবাদ মাধ্যম। দীর্ঘদিন পর এবার আইপিএলের কোন ফ্র্যাঞ্চাইজির একটি দায়িত্ব নিয়েছেন গাঙ্গুলী। কিন্তু ক্যাবের সভাপতি থাকাকালীন পরামর্শক হিসেবে দিল্লী ক্যাপিটালসের দায়িত্বটা সাংঘর্ষিক বলে অভিযোগ করেছেন কলকাতার তিন অধিবাসী। সে জন্য বিসিসিআইয়ের নৈতিক বিষয়গুলো দেখভালের দায়িত্বে থাকা বিচারক জৈনের কাছে লিখিত অভিযোগ করেছেন তারা। জৈন নিশ্চিত করেছেন চিঠি পাওয়ার বিষয়টি। ইতোমধ্যেই তিনি আবার গাঙ্গুলীকে এর জবাব দিতে নোটিসও দিয়েছেন। তিনি জানিয়েছেন, গাঙ্গুলীর স্বার্থ সংঘাতের অভিযোগে তারা একটি চিঠি পেয়েছেন, তারই ভিত্তিতে সাবেক ভারতীয় অধিনায়ককে নোটিস পাঠিয়েছেন তারা। তিনি বলেছেন, ‘হ্যাঁ, অভিযোগের পরিপ্রেক্ষিতে সৌরভ গাঙ্গুলীর কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। রাজ্য ক্রিকেট এ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে দিল্লী ক্যাপিটালসের পরামর্শক হিসেবে কাজ করায় তার বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ উঠেছে।’ কলকাতা নাইট রাইডার্সের ওই তিন ক্রিকেটভক্ত আগামী ১২ এপ্রিল ইডেন গার্ডেন্সে হতে যাওয়া কলকাতা নাইট রাইডার্স ও দিল্লী ক্যাপিটালসের ম্যাচ নিয়েই অভিযোগ তুলেছেন। সেই ম্যাচে দিল্লীর ডাগআউটে গাঙ্গুলীর সম্ভাব্য উপস্থিতি নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। ভারতীয় এক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে অভিযোগকারীরা সিএবি’র বিরোধীকর্তার ঘনিষ্ঠজন। গাঙ্গুলীকে বিপদে ফেলতেই এই কাজ করা হতে পারে বলে তাদের খবর। আইপিএলে পিচের দায়িত্ব যেহেতু দেয়া থাকে রাজ্য ক্রিকেট এ্যাসোসিয়েশনকে, তাই গাঙ্গুলী সিএবি’র সভাপতি হিসেবে নিজের দল দিল্লীর জন্য সুবিধাজনক পিচ তৈরি করতে পারেন বলেও অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে জৈন বলেন, ‘আমি নির্দিষ্ট কোন ম্যাচ নিয়ে মোটেও ভাবছি না। ক্রিকেটীয় স্বার্থে আঘাত নিয়ে তার বিরুদ্ধে সাধারণ অভিযোগ এটি, আর এই বিষয়টি তাকে (গাঙ্গুলী) পরিষ্কার করতে হবে।’ তবে জানা গেছে বিসিসিআই থেকে ৭ দিনের মধ্যে জবাব চাইলেও গাঙ্গুলী ৭ এপ্রিলই জবাব পাঠাবেন। এর আগেই অবশ্য গাঙ্গুলী নিশ্চিত করেছিলেন, ‘যে কয়েকটি পদে স্বার্থের সংঘাত হতে পারতো, সবগুলোর দায়িত্ব আমি ছেড়ে দিয়েছি।
×