ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আফগান নেতৃত্বে হঠাৎ বদল

প্রকাশিত: ০৯:৫৮, ৬ এপ্রিল ২০১৯

 আফগান নেতৃত্বে হঠাৎ বদল

স্পোর্টস রিপোর্টার ॥ আসগর আফগানের নেতৃত্বে গত কয়েক মৌসুম দুর্দান্ত খেলছিল আফগানিস্তান। অথচ বিশ্বকাপ সামনে রেখে তাকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দিল দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি)। শুধু তাই নয়, তিন ফরমেটে ভিন্ন ভিন্ন নেতৃত্ব বেছে নিয়েছে উপমহাদেশীয় ক্রিকেটের উদীয়মান শক্তি আফগানিস্তান। নতুন ওয়ানডে অধিনায়ক গুলবাদিন নাইব। টি২০’র নেতৃত্বে দেখা যাবে তারকা লেগস্পিনার রশিদ খানকে। ওয়ানডেতে নাইবের ডেপুটিও তিনি। আর টেস্ট অধিনায়ক রহমত শাহ। পদবি বদলে স্টানিজাই থেকে আসগর আফগান গত চার বছর চমৎকার ক্রিকেট খেলে আফগানরা। হঠাৎ এই বদল তাই অনেকের কাছে চমক হয়ে এসেছে। তবে সাধারণ সদস্য হিসেবে দলে থাকছেন তিনি। আফগানিস্তানের সফলতম অধিনায়ক আসগর তাই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেয়ার স্বাদ আর পাচ্ছেন না। ২০১৫ বিশ্বকাপের পর মোহাম্মদ নবিকে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছিল আসগরকে। তার নেতৃত্বে ৫৬ ওয়ানডের ৩১টি জিতেছে আফগানিস্তান, টি২০ জিতেছে ৪৬ ম্যাচের ৩৭টিতেই। তার অধিনায়কত্বেই নিজেদের দ্বিতীয় টেস্টে পেয়েছে প্রথম টেস্ট জয়ের স্বাদ। নতুন অধিনায়কদের মধ্যে রশিদ ছাড়া কারও ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি নেতৃত্বের অভিজ্ঞতা নেই। বিশ্বকাপের আগে আচমকা এই পরিবর্তন বেশ বিস্ময়কর। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান আজিজউল্লাহ ফাজলি জানিয়েছেন, বিশ্বকাপ মাথায় রেখেই এই বদল, ‘বিশ্বকাপ আমাদের নয় পূর্ণ সদস্য দেশের বিপক্ষে খেলার সুযোগ করে দিয়েছে। সুতরাং আমরা মনে করেছি, নেতৃত্ব বদলের এটাই ভাল সময়।’ নতুন তিন অধিনায়কের বয়সই ৩০-এর নিচে। রশিদের ২০, রহমতের ২৫ ও নাইবের ২৮ বছর। অধিনায়কত্ব হারানো আসগর গত ডিসেম্বরে ৩১ বছরে পা দিয়েছেন। তিনি আরও বলেন, ‘এই বদল তরুণ অধিনায়কদের জন্য ভাল সুযোগ, যারা দেশের ক্রিকেটের ভবিষ্যত।’ নতুন তিন অধিনায়কের মধ্যে শুধু রশিদেরই শীর্ষ পর্যায়ে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে। গত বছর জিম্বাবুইয়েতে বিশ্বকাপ বাছাইপর্বে আসগরের অনুপস্থিতিতে আফগানিস্তানকে রশিদ নেতৃত্ব দিয়েছিলেন চার ম্যাচে, যার তিনটিই তারা হেরেছিল। বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলা রশিদ ব্যান্ড-ই-আমির ড্রাগনস ও কাবুল জেডওয়ানানকে ১৬টি টি২০ ম্যাচেও নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে জয় ১০টি, হার ৬টি। টেস্টের অধিনায়কত্ব পাওয়া রহমতের প্রথম শ্রেণীর ক্রিকেটেও নেতৃত্বের অভিজ্ঞতা নেই। চারটি লিস্ট ‘এ’ ম্যাচে নেতৃত্ব দিয়ে হেরেছেন চারটিই। বিশ্বকাপে অধিনায়কত্ব করতে যাওয়া নাইবেরও তেমন একটা নেতৃত্বের অভিজ্ঞতা নেই। তিনি দুটি আলাদা দলকে ২টি প্রথম শ্রেণীর ম্যাচ ও ৯টি লিস্ট ‘এ’ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। আগামী ১ জুন ব্রিস্টলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানিস্তান।
×