ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাওলানা ভাসানী ভার্সিটিতে ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

প্রকাশিত: ০৯:৫২, ৬ এপ্রিল ২০১৯

 মাওলানা ভাসানী  ভার্সিটিতে ২ দিনব্যাপী আন্তর্জাতিক  সম্মেলন শুরু

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৫ এপ্রিল ॥ টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (৫-৬ এপ্রিল) দুই দিনব্যাপী লাইফ সায়েন্স অনুষদের উদ্যোগে লাইফ সাইন্সের অগ্রগতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের প্রথমদিন শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের হলরুমে অনুষ্ঠিত এনভায়রনমেন্টাল সায়েন্স এ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের উদ্বোধনীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিজ্ঞানমনস্ক মানুষ। তিনি বুঝতে পেরেছিলেন বিজ্ঞান ও গবেষণা ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব না। তাই তিনি ১৯৯৬ সালে ক্ষমতায় এসেই গবেষণা খাতে বেশি বরাদ্দ দিয়েছিলেন। যার ফলে বর্তমানে গবেষণাধর্মী কাজের মাধ্যমে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সকল ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখবেন লাইফ সায়েন্স অনুষদের ডিন এবং কনফারেন্সের আহ্বায়ক প্রফেসর ড. এ.এস.এম সাইফুল্লাহ্। দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে ‘লাইফ সায়েন্স ফর ইমার্জিং ফিউচার এ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক মূল থিমকে সামনে রেখে অনুষ্ঠিত সম্মেলনে দেশী-বিদেশী প্রফেসর, একাডেমিশিয়ান, গবেষকগণ প্রবন্ধ পাঠের পাশাপাশি আলোচক, মূল প্রবন্ধ উপস্থাপন ও দাওয়াতপ্রাপ্ত অতিথি হিসেবে জীববিজ্ঞান অনুষদের ৬টি বিভাগের অধীনে অপরাধ, বায়োটেকনোলজি, ফার্মেসি, খাদ্য-প্রযুক্তি, বায়োকেমেস্ট্রি এবং পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন শাখা, উপ-শাখা সম্পর্কিত সমসাময়িক গবেষণামূলক ১৮৩টির বেশি প্রবন্ধ উপস্থাপনের ওপর বক্তারা আলোচনায় অংশ নিবেন।
×