ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুলিশ সকল মানুষের বন্ধু হতে চায় ॥ আইজিপি

প্রকাশিত: ০৯:৫০, ৬ এপ্রিল ২০১৯

 পুলিশ সকল মানুষের বন্ধু হতে চায় ॥ আইজিপি

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৫ এপ্রিল ॥ পুলিশ সকল মানুষের বন্ধু হতে চায়। আমরা এখন যুদ্ধ করছি মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে। মাদক শুধু একজন ব্যক্তি ও একটি পরিবারকে ধ্বংস করছে না, ধ্বংস করছে পুরো সমাজকে। মানুষ আমাদের কাছে বিপদে পড়ে আসে। নিরপরাধ কোন মানুষ যাতে পুলিশের কাছে হয়রানির শিকার না হয় সে দিকে সতর্ক থাকতে হবে। শুক্রবার সন্ধায় পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমস পরিদর্শনে এসে একথা বলেছেন। এ সময় পিপিএম হলে আয়োজিত আইজিপিকে দেয়া সংবর্দনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক প্রতিভা মুৎসুদ্দি, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক, লেখিকা হেনা সুলতানা প্রমুখ বক্তৃতা করেন। এ সময় ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ আনোয়ারুল হক, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ আব্দুল হালিম, ডিআইজি আবু কালাম সিদ্দিক, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে আইজিপি জাবেদ পাটোয়ারী কুমুদিনী হাসপাতাল লাইব্রেরিতে পৌঁছালে হাসপাতালের ডাক্তার ও নার্সরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আইজিপি বলেন, কুমুদিনী দেশের মানুষকে নীরবে নিবৃত্তে সেবা করে আসছে। আগে জানতাম না আজ দেখে ও জেনে গেলাম। এই প্রতিষ্ঠানে শেখার চমৎকার পরিবেশ রয়েছে। দানবীর রণদা প্রসাদ সাহার এই প্রতিষ্ঠান আমাদের গর্বের প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান সাধারণত শিক্ষা শেষে সার্টিফিকেট বিতরণ করে। কিন্তু ভারতেশ্বরী হোমস মানুষ তৈরি করে। ছাত্রীদের উদ্দেশে বলেন, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যত বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে জন্য কাজ করবে বলে তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে কুমুদিনী পরিবারের পক্ষ থেকে আইজিপি জাবেদ পাটোয়ারীকে ক্রেস্ট প্রদান হয়।
×