ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে মার্কিন নাগরিকসহ গ্রেফতার ৭

প্রকাশিত: ০৯:৪৯, ৬ এপ্রিল ২০১৯

সৌদি আরবে মার্কিন নাগরিকসহ গ্রেফতার ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরবে দুই সৌদি-মার্কিন দ্বৈত নাগরিকসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। নারী অধিকারকর্মীদের সমর্থনের কারণে তাদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন এ্যাক্টিভিস্টরা। খবর বিবিসির। খবরে বলা হয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে তারা নেতৃত্বদানকারী এ্যাক্টিভিস্ট নন। তবে এই লেখক ও ব্লগাররা বিভিন্ন সময় সংস্কার নিয়ে আলোচনা করেছেন। লন্ডনভিত্তিক একটি সৌদি মানবাধিকার সংগঠন জানায়, এই বছরের ফেব্রুয়ারি মাস থেকেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছিল। গত সপ্তাহে তিন নারী অধিকারকর্মীকে সাময়িক মুক্তি দেয়ার পরপরই এই গ্রেফতার অভিযান পরিচালনা করা হলো। সৌদি আরব গত ১৩ মার্চ ১১ নারী অধিকারকর্মীর বিরুদ্ধে পৃথক পৃথকভাবে আইনী কার্যক্রম শুরু করে। এদের ২০১৮ সালের মে মাসে গ্রেফতার করা হয়েছিল। সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমে সংশ্লিষ্ট নারীদের ‘বিদেশী এজেন্ট’ আখ্যা দিয়েছিল। কিন্তু প্রায় এক বছর ধরে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর দেখা গেছে, নারী অধিকার নিয়ে কাজ করাটাই তাদের জন্য কাল হয়েছে।
×