ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্বার আন্দোলনে খালেদাকে মুক্ত করা হবে ॥ রিজভী

প্রকাশিত: ০৯:৪৬, ৬ এপ্রিল ২০১৯

 দুর্বার আন্দোলনে খালেদাকে মুক্ত করা হবে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ সরকারকে উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তা না হলে দুর্বার আন্দোলনে তাকে মুক্ত করা হবে। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কারাবন্দী খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর অসুস্থ উল্লেখ করে রিজভী বলেন, তাকে আর কষ্ট দেবেন না, অবিলম্বে তাকে মুক্তি দিন এবং তার পছন্দের বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে সুচিকিৎসার সুযোগ দিন। তাকে আর কারাগারে বন্দী করে রাখবেন না। তিনি বলেন, দেশের কারাগারগুলো এখন লোহার খাঁচায় পরিণত হয়েছে। বর্তমান সরকার যাকে অপছন্দ করেন তাকেই সেই খাঁচায় যতদিন ইচ্ছা আটকে রাখা হয়। রিজভী বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রমন্বয়ে চরম অবনতির দিকে ধাবিত হচ্ছে। তাকে চিকিৎসা দেয়ার নামে নানা টালবাহানা ও জনগণকে ধোকা দেয়ার চেষ্টা করছে সরকার। তিনি বলেন, সরকার আমাদের দাবি উপেক্ষা করে খালেদা জিয়ার পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ না দিয়ে বারবার বিএসএমএমইউ-তে চিকিৎসা দেয়ার নামে তাকে হাসপাতালে এনে তিনি সুস্থ আছেন বলে মিথ্যাচার করে যাচ্ছে। রিজভী বলেন, অভ্রান্ত কোন আইন কানুনের মাধ্যমে এখন কারও সাজা হয় না, এখন হয় প্রতিহিংসার সাজা। জেলের তালা ভেঙ্গে খালেদাকে মুক্ত করব-মঈন খান ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির জন্য সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে আন্দোলন জোরদার করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, জেলের তালা ভেঙ্গে খালেদা জিয়াকে মুক্ত করে আনবে দেশের জনগণ। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের স্বাধীনতা হলে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। আয়োজক সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ মোঃ নেছারুল হক, জাসাস সহ-সভাপতি শাহরিয়া ইসলাম শায়লা, মহানগর বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ। খালেদার মুক্তির দাবিতে যুবদল ঢাকা মহানগর উত্তরের মিছিল ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ঢাকা মহানগর উত্তর। শুক্রবার দুপুরে মগবাজার থেকে শুরু করে হাতিরঝিল গিয়ে মিছিল শেষ করে।
×