ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০ হাজার লিটার তাড়ি জব্দের পর ধ্বংস

প্রকাশিত: ০৯:৪৬, ৬ এপ্রিল ২০১৯

 ২০ হাজার লিটার তাড়ি জব্দের পর ধ্বংস

স্টাফ রিপোর্টার ॥ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রমনা ও গুলশান জোনের দুটো টিম ও এপিবিএন যৌথ অভিযান চালিয়ে ২০ হাজার লিটার তাড়ি জব্দের পর তা ধ্বংস করেছে। এ সময় ৩ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মিরপুর এলাকার শীর্ষ মাদক স¤্রাট তোজাম্মেল হককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকের বেশ কয়েকটি মামলা রয়েছে। জানা গেছে, রাজধানীর নতুনবাজার এলাকার একটি বস্তিতে দীর্ঘদিন ধরে তাড়ি বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগে অভিযান চালানো হয়। এপিবিএন সদস্য ও মাদক টিম সেখানে গিয়ে দেখতে পায়, প্রকাশ্যেই বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন তাড়ি পান করছে। ক’জন নেশাসক্ত হয়ে উন্মত্ত আচরণ করতে থাকে। এরপর কয়েকটি ঘরে হানা দিয়ে বিভিন্ন পাতিলে রাখা তাড়ি উদ্ধার করা হয়। প্রায় ২০ হাজার লিটার তাড়ি ধ্বংস করার পর তিন জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়। তারা হলেন শ্রীনেতা সাংমা, সাইদুল ইসলাম ও দিলীপ। এরপর কামরুল ইসলামের নেতৃত্বে অপর একটি টিম রামপুরার উলন রোডে অভিযান চালিয়ে তোজাম্মেল হককে (৫০) গ্রেফতার করে। এ সময় তার দখল থেকে হাজার খানেক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কামরুল ইসলাম জানান, তার স্ত্রী তাসরীবা পারভীনও মাদক কারবারি। এই দম্পতি রাজধানীর অন্যতম শীর্ষ মাদক সম্রাট ও সম্রাজ্ঞী হিসেবে পরিচিত।
×