ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমআইএসটিতে রোবোলিউশন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৯:৪৪, ৬ এপ্রিল ২০১৯

 এমআইএসটিতে  রোবোলিউশন  প্রতিযোগিতা

দেশের বৃহৎ রোবোট প্রতিযোগিতা রোবোলিউশন শুক্রবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) অনুষ্ঠিত হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেঃ জেনারেল মোঃ মাহফুজুর রহমান সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে এমআইএসটির ভারপ্রাপ্ত কমান্ডান্ট কমডোর এম মুনির হাসান, ইইসিই বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল একেএম নজরুল ইসলাম, এমআইএসটি রোবোটিক ক্লাবের প্রেসিডেন্ট মোঃ রেদোয়ানুল আলম রিয়াদ উপস্থিত ছিলেন। পিএসও, এএফডি উদ্বোধনীশেষে শগ্রহণকারীদের বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনী প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করেন। এমআইএসটি ধারাবাহিকভাবে এবং সফলতার সঙ্গে চতুর্থবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে। এ বছর সারা দেশ থেকে এক হাজারের বেশি রেবোট আগ্রহী ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। -আইএসপিআর
×