ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১১০ বছর বয়সেও গীতা পাঠ করেন হেনা বালা

প্রকাশিত: ০৯:৩২, ৬ এপ্রিল ২০১৯

 ১১০ বছর বয়সেও গীতা পাঠ করেন হেনা বালা

মান্দা উপজেলার প্রসাদপুর নিবাসী শতায়ু হেনা বালা সরকার (১১০) না দেখে সম্পূর্ণ মুখস্থ পাঠ করতে পারেন শ্রীমদ্ভাগবত গীতা ও মহাভারত। বয়সের ভারে নুইয়ে পড়া হেনা বালা দৃষ্টিশক্তি প্রায় হারিয়েও রীতিমতো এই ধর্মগ্রন্থ মুখস্থ পাঠ করতে পারেন। প্রতি মাসের একাদশী তিথিতে এ উপলক্ষে তার বাসভবনে গীতা পাঠের আসর বসানো হলে স্থানীয় ভক্তবৃন্দ ও স্বজনরা তা শ্রবণ করে থাকেন। প্রসাদপুর গ্রামের মৃত কানু সরকারের স্ত্রী হেনা বালা সরকার বর্তমানে শয্যাশায়ী। তিনি ৩ পুত্র ও ১ কন্যা সন্তানের জননী। বর্তমানে তিনি তার ছেলে প্রণয় সরকার দুর্গার কাছে থাকেন। ছোট পুত্র মান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কার্তিক সরকার কিছুদিন আগে মারা গেছেন। বর্তমানে কার্তিক সরকারের স্ত্রী বৃদ্ধা শয্যাশায়ী শাশুড়ি হেনা বালার দেখাশোনা করে থাকেন। তার পরিবারের সদস্যরা জানান, তিনি শয্যাশায়ী হলেও গীতা পাঠে তার কোন কমতি নেই। ধর্মীয় কাজে তার যেন জুড়ি মেলা দায়। মুখস্থ গীতা পাঠের ঘটনায় এলাকাবাসী বিস্ময় প্রকাশ করেন। -বিশ্বজিৎ মনি, নওগাঁ থেকে
×