ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পর্যটক মুখরিত

বর্ণিল আলোয় উদ্ভাসিত কান্তজিউ মন্দির

প্রকাশিত: ০৯:৩০, ৬ এপ্রিল ২০১৯

বর্ণিল আলোয় উদ্ভাসিত কান্তজিউ মন্দির

বৈচিত্র্যময় ও নান্দনিকতার ছোঁয়ায় আমূল সংস্কারের পর দৃষ্টিনন্দন কান্তজিউ মন্দির ও নয়াবাদ মসজিদ দেখতে দূর-দূরান্ত থেকে আগত পর্যটকদের ভিড়ে মুখরিত এখন কান্তনগর ও নয়াবাদ গ্রাম এলাকা। দেশ এবং দেশের বাইরে থেকে ঐতিহাসিক এ মসজিদ ও মন্দির দেখতে আসছেন পর্যটকরা। প্রাচীন স্থাপত্যের অনন্য এ নিদর্শনগুলো দেখে পর্যটকদের চোখে-মুখে রীতিমত তৃপ্তির ছাপ দেখা যায়। স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের চেষ্টায় ওই মসজিদ ও মন্দির অবকাঠামোর যে সংস্কার হয়েছে তা স্থাপনাগুলোকে করেছে নান্দনিক, বৈচিত্র্যময় ও দর্শনীয়। রাতের আঁধার নেমে আসার সঙ্গে সঙ্গে আলোক রশ্মি যেন স্থাপনাগুলোকে নতুন যৌবন দেয়। প্রাচীন এ মসজিদ ও মন্দির তখন হয়ে ওঠে চোখ জুড়ানো স্থাপত্য। জেলা সদর হতে ২০ কিঃ মিঃ উত্তরে এবং কাহারোল উপজেলা সদর হতে ৭ কিঃ মিঃ দক্ষিণ পূর্বে সুন্দরপুর ইউনিয়নে দিনাজপুর-তেঁতুলিয়া মহাসড়কের পশ্চিমে ঢেপা নদীর তীরে কান্তনগর এলাকায় প্রাচীন টেরাকোটার অনন্য নিদর্শন কান্তজিউ মন্দির অবস্থিত। কালিয়াকান্ত জিউ অর্থাৎ শ্রী-কৃষ্ণের বিগ্রহ অধিষ্ঠানের জন্য মন্দির নির্মিত হয় বলেই এই মন্দিরের নাম কান্তজিউ মন্দির। প্রায় ১ মিটার (৩ ফুট) উঁচু এবং প্রায় ১৮ মিটার (৬০ ফুট) বাহু বিশিষ্ট প্রস্তর নির্মিত একটি বর্গাকার বেদীর ওপর এই মন্দির নির্মিত। শোনা যায়, বেদীর পাথরগুলো আনা হয়েছিল ভারতের প্রাচীন বানগড় নগরের ভেঙ্গে যাওয়া প্রাচীন মন্দিরগুলো হতে। পাথরের ভিত্তি বেদীর ওপর মন্দিরটি ইটের তৈরি। বর্গাকারে নির্মিত মন্দিরের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রায় ১৬ মিটার (৫২ ফুট)। মন্দিরের চারদিকে রয়েছে বারান্দা। প্রত্যেক বারান্দার সামনে রয়েছে ২টি করে স্তম্ভ। স্তম্ভগুলো বিরাট আকারের এবং ইটের তৈরি। স্তম্ভ ও পাশের দেওয়ালের সাহায্যে প্রত্যেক দিকে ৩টি করে বিরাট খোলা দরজা তৈরি করা হয়েছে। বারান্দার পরেই রয়েছে মন্দিরের কামরাগুলো। একটি প্রধান কামরার চারদিকে রয়েছে বেশ কয়েকটি ছোট কামরা। ৩তলা বিশিষ্ট এই মন্দিরের নয়টি চূড়া বা রত্ন ছিল। এজন্য এটিকে নবরত্ন মন্দিরও বলা হয়ে থাকে। ১৮৯৭ খ্রিস্টাব্দে ভূমিকম্পে মন্দিরের চূড়াগুলো ভেঙে গেছে। মন্দিরের উচ্চতা ৭০ ফুট। মন্দিরের উত্তর দিকের ভিত্তিবেদীর শিলালিপি হতে জানা যায়, দিনাজপুরের জমিদার মহারাজা প্রাণনাথ রায় (মৃত্যু ১৭২২ খ্রিঃ) তার শেষ জীবনে মন্দির তৈরির কাজ শুরু করেন এবং তার মৃত্যুর পর তার আদেশ অনুসারে দত্তক পুত্র মহারাজা রামনাথ রায় এই মন্দির তৈরির কাজ শেষ করেন ১৭৫২ খ্রিস্টাব্দে। ইট দ্বারা তৈরি এই মন্দিরের গায়ে পোড়ামাটির চিত্রফলকের সাহায্যে রামায়ণ-মহাভারতের প্রায় সব কয়টি প্রধান কাহিনী তুলে ধরা হয়েছে। সে সঙ্গে শ্রীকৃষ্ণের বিভিন্ন কাহিনী এবং সম্রাট আকবরের কিছু চিত্র কর্ম রয়েছে। অতি সুন্দর ও কারুকার্যময় এই কান্তজিউ মন্দির। পোড়া মাটির চিত্র ফলকের এমন সুন্দর ও ব্যাপক কাজ বাংলার আর কোন মন্দিরেই নেই। সারা উপমহাদেশেও আছে কিনা সন্দেহ। ঐতিহাসিক বুকানন হ্যামিলটনের মতে, এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম মন্দির। কান্তজিউ বা শ্রীকৃষ্ণের বিগ্রহ ৯ মাস এই মন্দিরে অবস্থান করে এবং রাস পূর্ণিমায় মাসব্যাপী তীর্থ মেলা বসে। দেশ-বিদেশ হতে বহু পুণ্যার্থী আসেন এই মেলায় এবং মন্দিরটি দেখতে। মন্দিরটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি বলে ধীরে ধীরে এটি দেখতে আসা মানুষের সংখ্যা কমতে শুরু করে। পরে স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল মন্দিরটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। তার তত্ত্বাবধানে বিভিন্ন স্থাপনা নির্মাণ কাজ সম্পন্ন করেন। মূলতঃ পর্যটকদের দৃষ্টি আকর্ষণে তার এ উদ্যোগ। টেরাকোটা অলঙ্করণের বিস্ময় জাগানিয়া কান্তজিউ মন্দিরকে ঘিরে একটি পর্যটন এলাকা গড়ে তুলতে তার প্রচেষ্টা সফলতা লাভ করে। এখন সেখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসছেন মন্দির পরিদর্শনে। পর্যটকদের ভিড়ে এলাকায় নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কর্মজীবী মানুষেরা ফিরে পেয়েছে যেন নতুন জীবন। শুধু তাই নয়, দিনাজপুর জেলা শহর থেকে মন্দিরে যাবার জন্য ঢেপা নদীর ওপর তৈরি হয়েছে ব্রিজ। ওই ব্রিজটি না থাকায় প্রায় ১০ কিলোমিটার রাস্তা ঘুরে মন্দিরে যেতে হতো। দেশ-বিদেশের পর্যটকদের জন্য সেখানে থাকার কোন পরিবেশ ছিল না। সে কারণে মন্দিরের পাশেই নির্মাণ করা হয়েছে পর্যটন মোটেলের আকর্ষণীয় রেস্ট হাউস। দর্শনার্থীদের ইতিহাস-ঐতিহ্য জানাতে নির্মাণ করা হয়েছে মিউজিয়াম। কেনাকাটার সুবিধার্থে পাশেই মার্কেট তৈরি করে এর আশপাশের রাস্তা উন্নয়ন করা হয়েছে। পার্শ্ববর্তী শিব মন্দির ও রাজবেদী সংস্কার করে আমূল পরিবর্তন আনা হয়েছে। প্রবেশ দ্বারে স্থাপন করা হয়েছে তেভাগা আন্দোলনের স্মৃতি স্তম্ভ। যার নাম দেয়া হয়েছে ‘সিদু কানু’ চত্বর। এই মন্দিরের পাশের পাড়াটিতে অর্থাৎ মাত্র সোয়া কিলোমিটার দূরে টেরাকোটার তৈরি আরেক নিদর্শন নয়াবাদ মসজিদ রয়েছে। পর্যটকরা সেখানে গেলে টেরাকোটায় নির্মিত মসজিদটি না দেখে ফেরে না। নয়াবাদ গ্রামে অবস্থিত হওয়ায় মসজিদটির নামকরণ করা হয়েছে ‘নয়াবাদ মসজিদ’। কান্তজিউ মন্দিরের মতো নয়াবাদ মসজিদটির পাশ দিয়েও বয়ে গেছে ঢেপা নদী। ১.১৫ বিঘা জমির ওপর নির্মিত এ মসজিদটি প্রাচীন মুসলিম স্থাপত্যের দশনীয় স্থাপনা। মসজিদের প্রবেশের প্রধান দরজার ওপর স্থাপিত ফলক হতে জানা যায়, এটি সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্ব কালে ২ জ্যৈষ্ঠ, ১২০০ বঙ্গাব্দে (ইংরেজী ১৭৯৩ সালে) নির্মাণ করা হয়। সে সময় জমিদার ছিলেন রাজা বৈদ্যনাথ। যিনি ছিলেন দিনাজপুর রাজ পরিবারের সর্বশেষ বংশধর। এলাকার অধিবাসীদের থেকে জানা যায় যে, ১৮ শতকের মাঝামাঝিতে কান্তনগর মন্দির তৈরির কাজে আগত মুসলমান স্থাপত্যবিদ ও কর্মীরা এই মসজিদটি তৈরি করেন। তারা পশ্চিমের কোন দেশ থেকে এসে নয়াবাদে বসবাস শুরু করে। তাদের নিজেদের ব্যবহারের জন্য এই মসজিদটি তারা তৈরি করে। ৩ গম্বুজবিশিষ্ট এই মসজিদের চার কোনে ১২.৪৫ মিটার ও ৫.৫ মিটার আকারের ৪টি অষ্টভুজ মিনার রয়েছে। দেয়ালগুলোর পুরুত্ব ১.১০ মিটার। উত্তর ও দক্ষিণের দেয়ালে একটি করে জানালা রয়েছে। পশ্চিম পাশের দেয়ালে মোট তিনটি মিম্বার রয়েছে যেগুলো মসজিদের তিনটি প্রবেশ দরজা বরাবর তৈরি করা হয়েছে। মাঝের মিম্বারটি আকারে বড়। যার উচ্চতা ২৩০ মিটার এবং প্রস্থ ১.০৮ মিটার এবং অপর দুটি মিম্বার একই আকারের। মসজিদটি তৈরির সময় যে সকল টেরাকোটা বা পোড়ামাটির কারুকার্য ব্যবহার করা হয়েছিল তার অধিকাশংই এখন আর নেই এবং যেগুলো রয়েছে সেগুলোও সম্পূর্ণ অক্ষত নেই। এখানে বর্তমান মোট ১০৪টি টেরাকোটা অবশিষ্ট রয়েছে। এগুলো আয়তক্ষেত্রাকার এবং আকার ০.৪০মিটার ও ০.৩০ মিটার। মসজিদটির পাশে একটি কবর রয়েছে। তবে কবর বা মসজিদে কোন অংশেই এটি সম্পর্কিত কোন তথ্য দেয়া নেই। তবে কথিত আছে যে এটি মসজিদের কোন নির্মাণ শ্রমিকের কবর। মসজিদটি স্থাপনের পর কোন সংস্কার কাজ হয়নি। ফলে ধীরে ধীরে তা নিজস্ব ঐতিহ্য হারাতে বসেছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে এটিকেও পর্যটন এলাকার আওতায় আনতে স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল মসজিদটিরও আমূল সংস্কারের উদ্যোগ নেন। মসজিদ স্থাপনের পর এটিই প্রথম সংস্কার বলে জানা গেছে। এখন মসজিদের প্রবেশ পথে সুন্দর রাস্তা নির্মাণ করা হয়েছে। মসজিদের অবকাঠামোয় প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। মুয়াজ্জিনের সুরেলা মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে চারদিক থেকে জ্বলে ওঠে বিভিন্ন ধরনের আলোক রশ্মি। যা মসজিদটিকে আকর্ষণীয় ও নান্দনিক করে তুলেছে। এমন সংস্কারে এখন পর্যটকদের ভিড় ক্রমাগত বেড়েই চলেছে। প্রতি শুক্রবার এখানে জুমার নামাজ আদায় করতে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা ভিড় জমাচ্ছেন। নামাজ আদায়ের সঙ্গে সঙ্গে ঐতিহাসিক এ মসজিদটিকে দেখতেই পর্যটকদের এমন ভিড়। কাহারোল উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী জানান, মসজিদের সংস্কার কাজ করায় এখন এ এলাকার গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। বিশেষ করে কান্তজিউ মন্দির সংস্কারের ফলে দেশ-বিদেশের মানুষ আসায় বৃহত্তর দিনাজপুর তথা উত্তরবঙ্গের জন্য এটি অপার সম্ভাবনার দ্বার খুলে দিবে বলে আমার বিশ্বাস। প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় কান্তজিউ মন্দির, নয়াবাদ মসজিদ সংস্কার ও এর আশপাশের স্থাপনা নির্মাণ নিঃসন্দেহে পর্যটন নগরীকে সমৃদ্ধ করেছে। এটি এলাকার মানুষের জীবন মান উন্নয়নে সহায়ক হবে। বিশিষ্ট চিকিৎসক ডাঃ ডি.সি রায় বলেন, অনালোকিত শ্রী শ্রী কান্তজিউ মন্দির আলোকিত হয়েছে। যেখানে যাওয়ার রাস্তাই ছিল না সেই মন্দির আজ পাকা রাস্তা, ব্রিজ, ঝলমলে বিদ্যুতের আলোয় আলোকিত এবং পর্যটক ও পূজারীদের পদচারণায় মুখরিত এই তীর্থস্থানের জন্য সত্যিই আমি গর্বিত। মন্দির ও মসজিদ পরিদর্শনে আসা পর্যটকদের মধ্যে সুবর্ণা, স্বপ্না, মান্না, নিরঞ্জন, কবিতা রায়সহ অনেকেই জানান, মন্দিরের নান্দনিকতা দেখে আমরা অভিভূত। আনন্দ প্রকাশের ভাষা আমরা হারিয়ে ফেলেছি। টেরাকোটার এ স্থাপত্য ও ইতিহাস জানতে পেরে আমরা সমৃদ্ধ হলাম। আমরা মনে করি- নতুন প্রজন্মও এ থেকে উপকৃত হবে। ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। -সাজেদুর রহমান শিলু, দিনাজপুর থেকে
×