ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জলঢাকায় আগুনে পুড়ে গেল মেয়ের বিয়ের স্বপ্ন

প্রকাশিত: ০৯:২৬, ৬ এপ্রিল ২০১৯

 জলঢাকায় আগুনে পুড়ে গেল  মেয়ের  বিয়ের স্বপ্ন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জলঢাকা উপজেলায় অগ্নিকা-ে পুড়ে গেছে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা নার্জুমার স্বপ্ন। ৪ মেয়ে ও ভ্যানচালক স্বামীকে নিয়ে থাকা শেষ আশ্রয়স্থল বাড়িটি শুক্রবার রাত ২টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুল লেগে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। এতে মেয়ের বিয়ের জন্য জমানো ৬৫ হাজার টাকা, একটি গরু, প্রায় ৭০টির মতো মুরগিসহ প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়। ঘটনাটি পৌরসভার বগুলাগাড়ি আইডিয়াল কলেজপাড়া গ্রামে। নার্জুমা ওই এলাকার গোলাম মোস্তফার স্ত্রী। খবর পেয়ে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারটি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ এক হাজার টাকা ও দুই প্যাকেট শুকনা খাবার প্রদান ছাড়াও ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে ২ বান্ডিল টিন ও ৬ হাজার বরাদ্দ করেন। এছাড়াও পৌরসভার মেয়র ও স্থানীয় কমিশনার ফজলুল হক ক্ষতিগ্রস্ত পরিবারটি পরিদর্শন করে সহযোগিতা করেন।
×