ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩০ মৎস্যজীবী আটক

প্রকাশিত: ০৯:২৫, ৬ এপ্রিল ২০১৯

 ৩০ মৎস্যজীবী আটক

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৫ এপ্রিল ॥ সরকার ২ মাস মাছ ধরা বন্ধ ঘোষণা করলেও ভোলায় একের পর এক অভিযানের পরও বন্ধ হচ্ছে না মেঘনায় মাছ ধরা। মৎস্য আড়ত থেকে শুরু করে হাটবাজারে প্রকাশ্যে চলছে বেচাকেনা। এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনায় মাছ ধরার অপরাধে ৩০ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার দুপুর পর্যন্ত ভোলার মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড কয়েক দফা পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। এদের মধ্যে ২৬ জেলেকে ১ বছর কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
×