ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে ফিলিং স্টেশনের মালিক জেলহাজতে

প্রকাশিত: ০৯:২৫, ৬ এপ্রিল ২০১৯

 মির্জাপুরে ফিলিং  স্টেশনের মালিক  জেলহাজতে

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৫ এপ্রিল ॥ মা সিএনজি ফিলিং স্টেশনের মালিক মোঃ ইব্রাহিম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌর এলাকার বাওয়ার কুমারজানি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। ইব্রাহিম মিয়া বাওয়ার কুমারজানী গ্রামের মোঃ আবেদ আলীর ছেলে। পুলিশ সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন আইনে টাঙ্গাইল আদালতে ইব্রাহিমের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আদালত ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গ্রেফতারি পরোয়ানা পাওয়ার পর মির্জাপুর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বাওয়ার কুমারজানী গ্রামে অবস্থিত মা সিএনজি ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করে। ইব্রাহিম মিয়ার নামে তথ্য গোপন করে সরকারী জমিতে সিএনজি স্টেশন স্থাপন, সরকারী জমি নিজ নামে দেখিয়ে অধিগ্রহণের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আমিনুল হক জানান, ইব্রাহিম মিয়ার নামে নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
×