ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চুয়াডাঙ্গা সীমান্তে ডলারসহ যাত্রী আটক

প্রকাশিত: ০৯:২৪, ৬ এপ্রিল ২০১৯

 চুয়াডাঙ্গা সীমান্তে  ডলারসহ  যাত্রী আটক

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৫ এপ্রিল ॥ সীমান্তের দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট থেকে অবৈধ ৫০ হাজার ইউএস ডলার ও ৫টি নতুন অনার-৯এন মডেলের মোবাইলসহ পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা বর্ডার গার্ড ব্যাটালিয়ন-৬ প্রধান কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে ব্যাটালিয়ন পরিচালক ইমাম হাসান এ কথা জানান। বিজিবি জানায়, আনুমানিক সকাল ১০টার দিকে দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টে বিজিবি হাবিলদার ইকবালসহ কয়েক বিজিবি সদস্য অবস্থান নেয়। এ সময় বিআর ০৩০৭২১৪ নম্বর পাসপোর্টধারী যাত্রী মুন্সিগঞ্জ জেলার মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে নুর ইসলাম ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। ওই সময় বিজিবির সদস্যরা নুর ইসলামের ব্যাগ তল্লাশি করে অবৈধ ৫০ হাজার ইউএস ডলার ও ৫টি মোবাইল পায়। এগুলোর বৈধতা না থাকায় ইউএস ডলার ও নতুন মোবাইল ফোনসহ তাকে আটক করে চুয়াডাঙ্গা বিজিবি প্রধান কার্যালয়ে এনে এবং সেগুলো জব্দ করা হয়।
×