ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান ও নারী সদস্যের পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশিত: ০৯:২৩, ৬ এপ্রিল ২০১৯

 কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান ও  নারী সদস্যের  পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৫ এপ্রিল ॥ বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জেলেদের বিশেষ বিজিএফসহ সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচীর সুবিধাভোগীর কাছ থেকে অর্থ আদায়সহ গুরুতর অভিযোগ এনে সংরক্ষিত মহিলা মেম্বার শাহানারা বেগম শানুর বিরুদ্ধে ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম সিকদারের সংবাদ সম্মেলনের ২৪ ঘণ্টার মধ্যে পাল্টাসংবাদ সম্মেলন করেছেন শাহানারা বেগম। বৃহস্পতিবার রাতে কলাপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্যে শাহানারা বেগম বলেন, চেয়ারম্যান সালাম সিকদার তার পক্ষের লোকজন দিয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে উঠেপড়ে লেগেছেন। তিনি বলেন, চেয়ারম্যান তার বাড়ির কাজের ঝি খুকুমনি ওরফে আয়েশা খাতুনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার নামে মাতৃত্ব ভাতা দেখিয়ে তাকে দিয়ে আমার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ সৃষ্টি করেছেন। উল্টো চেয়ারম্যান তার বাহিনী লেলিয়ে ২১ মার্চ তাকে লাঞ্ছিত করেছেন।
×