ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কারাভোগ শেষে দেশে ফিরেছে ২৪ কিশোর ও যুবক

প্রকাশিত: ০৯:২০, ৬ এপ্রিল ২০১৯

 কারাভোগ শেষে দেশে ফিরেছে  ২৪ কিশোর ও যুবক

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ ভাল কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ২৪ বাংলাদেশী দীর্ঘ আড়াই বছর কারাভোগ শেষে শুক্রবার বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে এসেছে। বেলা ১১টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করেছেন। ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায সোপর্দ করেছেন। পরবর্তীতে বেনাপোল পোর্ট থানা কাগজপত্র যাচাই বাছাই করে তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তুলে দিবে বলে পুলিশ জানায়। ফেরত আসারা জানায়, গত আড়াই বছর আগে ভাল কাজের প্রলোভনে তারা দালালের মাধ্যমে ভারতে যায়।
×